আফগানিস্তান নতুন করে তালেবানের দখলে চলে যাওয়ার পরই দলে দলে দেশ ছাড়তে শুরু করে বহু আফগান। সে সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, আফগানিস্তানের হিন্দু ও শিখদের ভারতে আশ্রয় দেয়া হবে।
এবার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন নির্দেশনা দিয়েছে নতুন নির্দেশিকা। দেশটির নিবন্ধন কার্যালয় থেকে জানানো হয়, কোনো আফগানকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ ছাড়া দেশ ছাড়তে বলা যাবে না। সে অনুমতি একমাত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের।
পাশাপাশি নির্দেশনায় বলা হয়, কোনো আফগান যাতে ভারতে হেনস্তার শিকার না হন, সে দিকটিতেও নজর দেয়ার কথা বলা হয়।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যদি কোনো আফগান নাগরিক ভারত ছাড়তে চান, তাহলে যেতে পারেন। কিন্তু যদি রেজিস্ট্রেশন অফিস তাদের ‘লিভ ইন্ডিয়া নোটিশ’ তথা ভারত ছাড়ার নোটিশ দেয়, তাহলে সেই সিদ্ধান্ত নেবে কেবল স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
নতুন নির্দেশনায় আফগান নাগরিকরা অতিরিক্ত সুরক্ষা পাবেন বলে মনে করছে সরকার।
পাশাপাশি আরও জানানো হয়, ভারতে বসবাসকারী যেকোনো আফগানের ক্ষেত্রে ভিসার মেয়াদ বিনামূল্যেই বাড়িয়ে দেয়া হবে। পরের নির্দেশ না আসা পর্যন্ত এই সিদ্ধান্তই বলবৎ থাকবে।
এ ছাড়া যদি কোনো আফগান ভারতে এসে পড়াশোনা করতে চান, তাহলে কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট পোর্টালে গিয়ে আবেদন করতে হবে।
অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এরই মধ্যে একটি উচ্চপর্যায়ের দল গঠন করেছেন আফগানিস্তানের পরিস্থিতির ওপর নজর রাখার জন্য।
তাদের দায়িত্ব প্রতি মুহূর্তে পরিবর্তনশীল এই পরিস্থিতির মধ্যে ভারতের জন্য যে বিষয়গুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সেগুলো নির্ধারণ করা।
প্রতিনিধিদলে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালসহ অন্য শীর্ষস্থানীয় কর্মকর্তারা।
আফগানিস্তানের পরিস্থিতি কোন দিকে মোড় নিচ্ছে, তার দিকে সজাগ দৃষ্টি রাখছে এই প্রতিনিধিদল। এ ছাড়া অন্য দেশগুলো আফগানিস্তান নিয়ে কী সিদ্ধান্ত নেবে, সে দিকেও নজর রাখার কথা জানানো হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে।