যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন ও কার্যালয় নিয়ে বিরক্তির কারণে সেখানে আর ফিরতে চান না বলে জানিয়েছেন দেশটির সাবেক ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প। একই সঙ্গে ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে স্বামী ডনাল্ড ট্রাম্পের প্রচারেও থাকবেন না তিনি।
মেলানিয়ার কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুর বরাত দিয়ে এমনটাই জানিয়েছেন সংবাদমাধ্যম সিএনএনের হোয়াইট হাউস প্রতিনিধি কেট বেনেট।
‘ইনসাইড পলিটিকস’ নামের এক অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের মতো আগামী নির্বাচনের প্রচারে থাকার কোনো ইচ্ছাই নেই মেলানিয়ার। এমনকি তিনি আর হোয়াইট হাউসেও ফিরতে চান না, ফার্স্ট লেডিও হতে চান না।’
কেনেট বলেন, ‘মেলানিয়া নির্জনতা পছন্দ করেন। স্বামীর নির্বাচনি প্রচারে সাহায্য করার চাইতে তিনি ফ্লোরিডার পাম বিচে মার-এ-লারগো ভিলাতে অবকাশ কাটাতেই বেশি আগ্রহী।’
কেনেট যোগ করেন, ২০১৬ সালের নির্বাচনি প্রচারেও বেশির সময় অনুপস্থিত থাকতেন মেলানিয়া। একারণে পরে তাকে আর ডাকাই হতো না।
মেলানিয়া এর আগেও হোয়াইট হাউস নিয়ে বিরক্তি জানিয়েছিলেন। ছুটির দিনে সেখানকার সাজসজ্জা দেখভালের দায়িত্ব নিয়েও অসন্তুষ্ট ছিলেন তিনি।
মেলানিয়ার সাবেক সহযোগী স্টেফানি উইন্সটিনের ধারণ করা একটি গোপন রেকর্ডে মেলানিয়াকে বলতে শোনা যায়, ‘ক্রিস্টমাস নিয়ে কাজ করতে করতে আমি কাহিল হয়ে পড়েছি। এইসব সাজসজ্জা নিয়ে কে মাথা ঘামায়? তারপরেও আমাকে এগুলো করতে হয়।‘
২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেনের কাছে হারার পর ২০২৪ সালের নির্বাচনেও অংশ নেয়ার ইঙ্গিত দিয়েছেন ডনাল্ড ট্রাম্প। তবে এ বিষয়ে এখনও কোনো বিস্তারিত পরিকল্পনার কথা জানাননি তিনি।