করোনাভাইরাস সংক্রমণের তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কার মধ্যেও পশ্চিমবঙ্গে সংক্রমণের প্রকোপ কমার সঙ্গে সঙ্গে স্বাভাবিক হচ্ছে পরিবহন ব্যবস্থা। ছন্দে ফিরছে জনজীবন। সংক্রমণের পাশাপাশি কমছে করোনা আক্রান্তের মৃত্যুর সংখ্যাও। তবে চিন্তায় রেখেছে কলকাতা ও উত্তর ২৪ পরগণার করোনা পরিস্থিতি।
সংক্রমণের নিরিখে জেলাগুলোর মধ্যে শীর্ষে রয়েছে কলকাতা। গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনাভাইরাস সংক্রমিত হয়েছেন ১১০ জন। মৃত্যু হয়েছে ৩ জনের।
একই সময়ে উত্তর ২৪ পরগণায় করোনা আক্রান্ত হয়েছেন ১০৯ জন। মৃত্যু হয়েছে ৪ জনের।
শুক্রবারের রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে মোট ৬৮৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে মোট ১১ জনের।
এসময় রাজ্যের অনান্য জেলাগুলোর মধ্যে দক্ষিণ ২৪ পরগণায় ৪৫ জন, হাওড়ায় ৪৮ জন, হুগলিতে ৪২ জন, নদীয়ায় ৪৫ জন এবং পার্বত্য শহর দার্জিলিংয়ে ৪৯ জন করোনা ভাইরাস সংক্রমিত হয়েছেন।
রাজ্যে মোট করোনা ভাইরাস সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৫০ হাজার ৬৬৪ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭১৫ জন। এ পর্যন্ত মোট করোনা মুক্ত হয়েছেন ১৫ লাখ ২৩ হাজার ৪৮৭ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ২৫ শতাংশ।
বর্তমানে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৮ হাজার ৬৯৪ জন। করোনা রোগী চিহ্নিত করতে ব্যাপক হারে চলছে পরীক্ষা। গত ২৪ ঘণ্টায় ৪৩ হাজার ৫০ জনের করোনা পরীক্ষার কথা জানানো হয়েছে স্বাস্থ্য দপ্তরের বুলেটিনে।