হারিকেন আইডার প্রভাবে ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে।
একই সঙ্গে পাতালরেলসহ অঞ্চল দুটির বিপুল এলাকা প্লাবিত হয়। ব্যাহত হয়ে পড়ে যোগাযোগব্যবস্থা।
বার্তা সংস্থা রয়টার্সের বৃহস্পতিবারের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
বুধবার রাতে বিদ্যমান বন্যা পরিস্থিতি ও আবহাওয়াকে নিউ ইয়র্ক শহরের মেয়র বিল ডি ব্লাসিও ‘ঐতিহাসিক ঘটনা’ হিসেবে উল্লেখ করেন।
ইতিহাসে এই প্রথম নিউ ইয়র্ক শহরে আকস্মিক বন্যায় জরুরি অবস্থা ঘোষণা করে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার ভোর থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত যোগাযোগব্যবস্থা সংস্কারে কাজ করে যাচ্ছে উদ্ধারকর্মীরা।
বাসিন্দাদের ঘরে অবস্থানের আহ্বান জানিয়ে নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হচুল সিএনএনকে বলেন, ‘ট্রেন চলাচল স্বাভাবিক করতে আরও কিছু সময় লাগবে।
‘এ ধরনের ঘটনা আগে কখনো দেখিনি।’
জাতীয় আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়, হারিকেন আইডার প্রভাবে ফিলাডেলফিয়া থেকে নিউ ইয়র্ক শহরে প্রতি ঘণ্টায় বৃষ্টির হার ২ থেকে ৩ ইঞ্চি বাড়তি ছিল।’
নিউ ইয়র্কের ব্রুকলিনে আকস্মিক বন্যায় প্লাবিত হয় বিস্তীর্ণ অঞ্চল। ছবি: এএফপি
মেট্রোপলিটন ট্রানজিট অথরিটি (এমটিএ) জানায়, বৃহস্পতিবার সকালে নিউ ইয়র্ক শহরে পাতালরেল চলাচল খুবই সীমিত ছিল।
এমটিএর ভারপ্রাপ্ত প্রধান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জ্যানো লিবার জানান, বৃহস্পতিবার রাতের দিকে পাতালরেল ব্যবস্থা পুরোপুরি ঠিক হবে।
বন্যায় নিউ জার্সির প্যাসাইক শহরে কমপক্ষে এক ব্যক্তির মৃত্যু হয় বলে জানান শহরটির মেয়র হেক্টর লরা।