বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

তরখাম সীমান্ত দিয়ে কি আফগান শরণার্থী পাকিস্তানে ঢোকে

  •    
  • ২ সেপ্টেম্বর, ২০২১ ১৫:৪০

গত বছরের এপ্রিলে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে আফগান সীমান্ত বন্ধ রাখে পাকিস্তান। কিছুদিন পর সীমান্ত খুলে দেয়া হলে পাকিস্তানে আটকে পড়া আফগানরা দেশে ফিরতে শুরু করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ওই ভিডিও সে সময় ধারণ করা।

দুই সপ্তাহের বেশি সময় আগে রাজধানী কাবুল পতনের মধ্য দিয়ে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালেবান।

এর পরপরই তালেবানের ভয়ে দেশ ছাড়তে লাখ লাখ আফগান কাবুল বিমানবন্দরে জড়ো হতে শুরু করে।

অনেকে আবার প্রতিবেশী দেশ পাকিস্তান ও তাজিকিস্তানেও পালানোর চেষ্টা করে।

সোমবার গভীর রাতে যুক্তরাষ্ট্রের সব সেনা আফগানিস্তান ছাড়ার পর কাবুল বিমানবন্দর দখলে নেয় তালেবান।

গত দুই সপ্তাহের মধ্যে লাখখানেক আফগান বিভিন্ন দেশের উদ্ধার বিমানে দেশ ছাড়তে সক্ষম হয়। যারা বিমানে দেশ ছাড়তে পারেনি, তারা স্থলপথে পার্শ্ববর্তী দেশে যাওয়ার চেষ্টা করছে।

শত শত আফগান পাকিস্তানি পতাকা লাগানো সীমান্তবর্তী একটি ফটক পার হচ্ছে- সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ভিডিও ভাইরাল হয়।

এতে দাবি করা হয়, পাকিস্তান সম্প্রতি আফগান শরণার্থীদের জন্য সীমান্ত খুলে দিয়েছে। এর পরই ভারী মালপত্র নিয়ে পাকিস্তান সীমান্তে ছুটছে শত শত আফগান।

ইন্ডিয়া টুডের অ্যান্টি ফেইক নিউজ ওয়্যার রুম (এএফডব্লিউএ) ভিডিওটির ওই দাবি নিয়ে অনুসন্ধানে নামে।

এতে জানা যায়, গত বছরের এপ্রিলে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে আফগান সীমান্ত বন্ধ রাখে পাকিস্তান।

কিছুদিন পর সীমান্ত খুলে দেয়া হলে পাকিস্তানে আটকে পড়া আফগানরা দেশে ফিরতে শুরু করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ওই ভিডিও সে সময় ধারণ করা।

গত বছরের ৮ এপ্রিল নিজেদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি আপলোড দেয় দ্য টেলিগ্রাফ।

এতে বলা হয়, পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের তরখাম সীমান্ত দিয়ে দেশের পথে ছুটছে অনেক আফগান।

করোনাসংক্রান্ত বিধিনিষেধের কারণে ওই সীমান্ত দুই সপ্তাহের বেশি সময় বন্ধ ছিল।

সে সময় ডনের প্রতিবেদনে বলা হয়েছিল, তরখাম সীমান্তে আফগান নাগরিকদের ভিড় বেড়ে যাওয়ায় পাকিস্তানের প্রতি সীমান্ত খুলে দেয়ার অনুরোধ করেছিল আফগানিস্তান সরকার।

ওই অনুরোধ আমলে নিয়ে ৬ এপ্রিল আফগানিস্তানে ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করে চার দিনের জন্য তরখাম সীমান্ত খুলে দেয় পাকিস্তান কর্তৃপক্ষ।

সম্প্রতি আফগানিস্তানের রাজনৈতিক পটপরিবর্তনে আফগান শরণার্থী গ্রহণ করবে না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছে পাকিস্তান।

তা সত্ত্বেও স্পিন বলদাক-চমন সীমান্ত দিয়ে হাজার হাজার আফগান পাকিস্তানে ঢুকছে।

এ বিভাগের আরো খবর