উন্নয়নের অস্ত্রে প্রবল পরাক্রমশালী শত্রুকে পরাজিত করে তৃতীয়বারের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা মুখোপাধ্যায়। এবার ওই উন্নয়নের অস্ত্রে সজ্জিত হয়ে মমতার আদলে দশভূজা পূজিত হবেন কলকাতা বাগু এইইআটির একটি বারোয়ারি পূজা মণ্ডপে।
বাগুইআটি নজরুল পার্ক উন্নয়ন সমিতি গত ১০ বছরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক উন্নয়নের প্রকল্প দিয়ে তাদের পূজা মণ্ডপ সাজিয়ে তুলবে বলে সিদ্ধান্ত নিয়েছে।
মণ্ডপটি তৈরি হবে লক্ষীর ভাণ্ডার প্রকল্পের আদলে। মণ্ডপের মূল প্রবেশপথটি হচ্ছে চোখের আলো প্রকল্পের প্রতীকে। আর সবচেয়ে আকর্ষণীয় দেবী দুর্গার মূর্তি তৈরি হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদলে।
মূর্তি গড়ার ক্ষেত্রে মমতার সংগ্রামী জীবনের কথা মাথায় রাখা হচ্ছে। মমতার উচ্চতা ও দেহের মত করে মূর্তি তৈরি হবে। মমতার মতো দেবী দুর্গাও নীল সাদা শাড়িতে সজ্জিত হবেন। পায়ে থাকবে হাওয়াই চপ্পল।
মমতার মতো দেবী দুর্গার দশ হাতে অস্ত্রের বদলে থাকবে ১০টি উন্নয়ন প্রকল্পের প্রতীক। প্রতিমার চালচিত্র হবে মুখ্যমন্ত্রীর তৈরি করা বিশ্ব বাংলা লোগোর আদলে। মূর্তি তৈরি হবে ফাইবার দিয়ে ।
শিল্পী মিন্টু পাল বলেন, ‘উদ্যোক্তাদের কথায় আমি মূর্তি গড়ার কাজ শুরু করে দিয়েছি। তবে দেবী মূর্তিটি শাস্ত্রবিধি মেনে পূজা করা হবে না। পূজার জন্য প্রথামাফিক অন্য একটি মূর্তি গড়া হচ্ছে।’
বাগুইআটির নজরুল পার্ক উন্নয়ন সমিতি পুজো কমিটির দাবি, ‘তুমিই ভরসা’ থিমের এই পূজা কলকাতায় এই প্রথম।
পূজা কমিটির এক কর্মকর্তার কথায়, ‘কোনো রাজনৈতিক বার্তা দেয়ার জন্য এমন উদ্যোগ নয়। কোনো বিরোধী রাজনৈতিক দলকে আঘাত করাও আমাদের উদ্দেশ্য নয়। মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক প্রচেষ্টার কথা মাথায় রেখেই এই উদ্যোগ।’
নীল সাদা শাড়িতে আটপৌরে ঢঙে যেভাবে রাজ্যের মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে অভ্যস্ত এবার সেভাবেই সেজে উঠছে বাগুইআটি নজরুল পার্ক উন্নয়ন সমিতির দেবীমূর্তি, যা এবারের কলকাতা শারদ উৎসবের মূল আকর্ষণ হতে চলেছে।