বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পাঞ্জশির দখলে গিয়ে প্রাণ হারালেন ৭ তালেবান

  •    
  • ৩১ আগস্ট, ২০২১ ১৭:৩১

এনআরএফের মুখপাত্র ফাহিম দাশতি বলেন, ‘সোমবার রাতে পাঞ্জশিরের পশ্চিমাঞ্চলে আমাদের আক্রমণ করে তালেবান। এর পরই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে তালেবানের সাত যোদ্ধা নিহত হন। আহত হন আরও প্রায় আটজন।’

আফগানিস্তানের রাজধানী কাবুলের উত্তরে পাঞ্জশির উপত্যকায় স্থানীয় মিলিশিয়া বাহিনীর সঙ্গে লড়াইয়ে তালেবানের অন্তত সাত যোদ্ধা নিহত হয়েছেন।

পাঞ্জশিরে তালেবানবিরোধী মিলিশিয়া বাহিনীর এক প্রতিনিধি এ তথ্য জানান বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

১৫ আগস্ট তালেবানের হাতে কাবুল পতনের আগে আফগানিস্তানের প্রায় সব প্রদেশ দখল করে তালেবান।

একমাত্র পাঞ্জশির প্রদেশটিই স্থানীয় বাহিনীর শক্ত প্রতিরোধের কারণে এখনও তালেবানের ধরাছোঁয়ার বাইরে।

অবশ্য পাঞ্জশিরের পার্শ্ববর্তী বাগলান প্রদেশে প্রায়ই তালেবানের সঙ্গে স্থানীয় বাহিনীর সংঘর্ষ বাধছে।

তালেবানের বিরুদ্ধে প্রতিরোধ শক্তিশালী করতে স্থানীয় নেতা আহমেদ মাসুদের সমর্থনে জাতীয় প্রতিরোধ বাহিনী (এনআরএফ) গড়ে তোলা হয়।

আশির দশকে সোভিয়েতবিরোধী লড়াইয়ে আফগানিস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ যোদ্ধা ছিলেন আহমেদ শাহ মাসুদ। তারই ছেলে আহমেদ মাসুদ।

সোভিয়েত বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে নৈপুণ্যের জন্য আহমেদ শাহ মাসুদ ‘পাঞ্জশিরের সিংহ’ পরিচিতি পান।

পাঞ্জশিরে নব্বই দশকেও তালেবানের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলেন আহমেদ শাহ মাসুদ।

২০০১ সালে আততায়ীর হাতে প্রাণ হারান ৪৮ বছর বয়সী মাসুদ।

হিন্দুকুশ পর্বতমালার নিকটবর্তী পাঞ্জশির আজ পর্যন্ত কখনও তালেবানের হাতে পড়েনি।

এনআরএফের মুখপাত্র ফাহিম দাশতি বলেন, ‘সোমবার রাতে পাঞ্জশিরের পশ্চিমাঞ্চলে আমাদের আক্রমণ করে তালেবান। এর পরই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।’

তিনি বলেন, ‘সংঘর্ষে তালেবানের সাত যোদ্ধা নিহত হন। আহত হন আরও আটজন।

‘এনআরএফের দুই সদস্যও সংঘর্ষে আহত হন।’

এ বিষয়ে তালেবান মুখপাত্রের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

তালেবানের হাতে কাবুল পতনের পর কয়েক হাজার স্থানীয় মিলিশিয়া, আফগান সেনাবাহিনী ও বিশেষ বাহিনীর সাবেক সদস্যদের নিয়ে পাঞ্জশিরে এনআরএফ গড়ে তোলেন মাসুদ।

এ বাহিনীর প্রতি সমর্থন রয়েছে আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ ঘানির ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহর।

কাবুল পতনের দিন ঘানির দেশত্যাগের পর নিজেকে আফগানিস্তানের ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ হিসেবে ঘোষণা দেন সালেহ।

তালেবানের প্রতি সমঝোতার ডাক দিলেও মাসুদ জানান, সংগঠনটি পাঞ্জশির দখলের চেষ্টা করলে তার বাহিনী জবাব দেবে।

তালেবানের বেশ কয়েকজন যোদ্ধা গত দুই সপ্তাহ ধরে পাঞ্জশিরের প্রবেশপথে অবস্থান করছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের অঙ্গীকার অনুযায়ী সোমবার রাতে আফগানিস্তান ছাড়ে দেশটির সব সেনা।

দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তান বিদেশি সেনামুক্ত হওয়ায় দেশজুড়ে বিজয় উদযাপন করছে তালেবান।

এ বিভাগের আরো খবর