বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এক ঘণ্টার বেশি ভিডিও গেম খেলতে পারবে না চীনের শিশুরা

  •    
  • ৩০ আগস্ট, ২০২১ ১৯:৪৬

রাষ্ট্রীয় সংবাদসংস্থা শিনহুয়া জানিয়েছে, রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত গেম খেলার সুযোগ থাকবে। এই সময়ের বাইরে শিশুরা যেন খেলতে না পারে সে বিষয়ে নজরদারি করতে গেম নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেয়া হয়েছে।

শিশুদের ভিডিও গেম খেলার ওপর নতুন বিধিনিষেধ আরোপ করেছে চীন। দেশটির ভিডিও গেম নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, ১৮ বছরের কম বয়সীরা এখন থেকে শুধু শুক্রবার ও সরকারি ছুটির দিনে এক ঘণ্টা করে গেম খেলার সুযোগ পাবে।

সোমবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

চীনের ন্যাশনাল প্রেস অ্যান্ড পাবলিকেশনস অ্যাডমিনিস্ট্রেশন রাষ্ট্রীয় সংবাদসংস্থা শিনহুয়াকে জানিয়েছে, রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত গেম খেলার সুযোগ থাকবে। এই সময়ের বাইরে শিশুরা যেন খেলতে না পারে সে বিষয়েও নজরদারি করতে গেম নির্মাতা প্রতিষ্ঠানকে নির্দেশ দেয়া হয়েছে।

এ মাসের শুরুতে ভিডিও গেমকে ‘মানসিক আফিম’ হিসেবে অভিহিত করেছিল চীনের একটি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

এর আগে চীনে শিশুরা দিনে ৯০ মিনিট করে ভিডিও গেম খেলতে পারতো। ছুটির দিনে গেম খেলার সুযোগ তিন ঘণ্টা পর্যন্ত বাড়ানো হয়েছিল।

সম্প্রতি চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইকোনমিক ইনফরমেশন ডেইলির এক প্রতিবেদনে দাবি করা হয়, দেশটির কিশোর বয়সীরা ভিডিও গেমে আসক্ত হয়ে পড়ছে। এটি তাদের বিকাশে নেতিবাচক প্রভাব ফেলছে।

ওই প্রতিবেদনের পর দেশটির ভিডিও গেম নির্মাতা অনেক প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমে যেতে থাকে।

জুলাইয়ে গেম নির্মাতা প্রতিষ্ঠান টেনসেন্ট জানায়, তারা গেমে চেহারা শনাক্ত করার প্রযুক্তি যোগ করছে। এটি রাত ১০টা থেকে সকাল ৮টা পর্যন্ত শিশুদের ভিডিও গেম খেলতে বাধা দেবে।

শিশুরা বয়স্কদের আইডি ব্যবহার করে ভিডিও গেম খেলতে পারে এমন আশঙ্কা থেকেই এই প্রযুক্তি আনার কথা জানায় প্রতিষ্ঠানটি।

এ বিভাগের আরো খবর