আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে বড় ধরনের আরেকটি সন্ত্রাসী হামলা হতে পারে।
যুক্তরাষ্ট্রের সামরিক কমান্ডারদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে স্থানীয় সময় শনিবার এ আভাস দেন প্রেসিডেন্ট জো বাইডেন।
তিনি জানান, কাবুল সময় রোববার ভোর থেকে যেকোনো মুহূর্তে হতে পারে এ হামলা।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে জানানো হয়, বাইডেনের বক্তব্যের পরপরই কয়েক দফা জরুরি নিরাপত্তা সতর্কতা জারি করে কাবুলের আমেরিকান দূতাবাস। বিমানবন্দরের প্রবেশপথের বাইরে অবস্থানরত নাগরিকদের অবিলম্বে এলাকা ত্যাগের নির্দেশনা দেয়া হয় সতর্কবার্তায়।
বিমানবন্দরের কাছাকাছি না থাকতে, বিশেষ করে তাৎক্ষণিকভাবে দক্ষিণের প্রবেশপথ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভবন সংলগ্ন প্রবেশপথ ও বিমানবন্দরের উত্তর-পশ্চিমে পাঞ্জশির পেট্রোল স্টেশনসংলগ্ন প্রবেশপথ ছাড়তে যুক্তরাষ্ট্রের নাগরিকদের নির্দেশ দেয়া হয়েছে।
সম্ভব হলে বিমানবন্দর এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয় আমেরিকান নাগরিকদের।
এর আগে নিজের জাতীয় নিরাপত্তা দলের কাছ থেকে কাবুল বিমানবন্দরের সবশেষ পরিস্থিতি সম্পর্কে অবগত হন বাইডেন।
এরপরে এক বিবৃতিতে তিনি বলেন, ‘কাবুলের পরিস্থিতি চরম বিপজ্জনক। বিশেষ করে বিমানবন্দরে সন্ত্রাসী হামলার উচ্চ ঝুঁকি রয়েছে। পরবর্তী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে আরেকটি হামলা হতে পারে বলে আমাদের কমান্ডাররা প্রায় নিশ্চিত।’
এর আগে বৃহস্পতিবার বিমানবন্দরে আত্মঘাতীয় হামলায় প্রাণ যায় কমপক্ষে ১৭০ জনের। নিহতদের মধ্যে ১৩ জন আমেরিকান সেনাও রয়েছে।
হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএসের স্থানীয় শাখা আইএস-কে।
তার আগেই আইএসের হামলার বিষয়ে সতর্কতা জারি করেছিল যুক্তরাষ্ট্র।