আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএসআইএস) হামলায় নিজেদের ২৮ সদস্য নিহতের দাবি করেছে তালেবান।
সংবাদমাধ্যম রয়টার্সের বরাত দিয়ে এই তথ্য জানায় বিবিসি।
নাম প্রকাশ না করার শর্তে তালেবানের এক নেতা বলেন, ‘আমরা আমেরিকার চেয়ে বেশি মানুষ হারিয়েছি।’
এ ছাড়া তিনি বলেন, ৩১ আগস্টের পর যুক্তরাষ্ট্রকে আর কাবুল বিমানবন্দরের নিয়ন্ত্রণের সময় দেয়া হবে না। এর মধ্যেই তাদের উদ্ধারকাজ শেষ করতে হবে।
কাবুল বিমানবন্দর ও এর পাশে বৃহস্পতিবার রাতে দুটি বিস্ফোরণে যুক্তরাষ্ট্রের ১৩ সেনাসহ নিহত হয় ৯০ জন।
ইসলামিক স্টেট হামলার দায় স্বীকার করেছে। তারা তাদের এক সহায়তাপুষ্ট গ্রুপ আইএসআইএসকে দিয়ে সেখানে হামলা করিয়েছে বলে দাবি করেছে।
পেন্টাগন বলছে, তাদের ১৩ সেনা নিহতের পাশাপাশি ১৮ জন গুরুতর আহত হয়েছে।
আফগানিস্তানের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিবিসিকে বলেন, হামলায় ৯০ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১৫৯ জন।
১৫ আগস্ট কাবুল দখলের পর আফগানিস্তানের পূর্ণ নিয়ন্ত্রণ নেয় তালেবান। সশস্ত্র গোষ্ঠীটি ক্ষমতায় আসার পর দেশটি থেকে নিজেদের নাগরিকদের সরিয়ে নেয়ার কাজ শুরু করে পশ্চিমাসহ বিভিন্ন দেশ।
কাবুল বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিয়ে উদ্ধারকাজ করছিল যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। মিত্র দেশগুলোর সময় বাড়ানোর চাপ থাকলেও ৩১ আগস্টের মধ্যে উদ্ধারকাজ শেষ করার ঘোষণা দেন প্রেসিডেন্ট বাইডেন।
আগে থেকেই বিমানবন্দরটিতে হামলার আশঙ্কা করেছিল যুক্তরাষ্ট্র। সে জন্য আফগান ও নিজেদের নাগরিকদের সতর্কও করে। বৃহস্পতিবার সকালেও বিমানবন্দরে হামলা হতে পারে বলে সতর্ক করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। তাদের নাগরিকদের বিমানবন্দরে না আসার অনুরোধও করে।
বিমানবন্দর ও আশপাশের কিছু এলাকা থেকে আফগানদের সরিয়ে দিয়ে খালিও করা হয়। বিমানবন্দরের অ্যাবে গেটের পাশে যে বিস্ফোরণ হয়, সে সময় সেখানে অন্তত চার থেকে পাঁচ শ মানুষ ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান।