শিশু-তরুণদের মধ্যে ‘মার্ক্সবাদী বিশ্বাস প্রতিষ্ঠা’ করতে জাতীয় পাঠ্যসূচিতে ‘শি চিনপিং চিন্তাধারা’ যুক্ত করার ঘোষণা দিয়েছে চীন। দেশটির শিক্ষামন্ত্রী মঙ্গলবার নতুন নির্দেশিকা প্রকাশ করেছেন।
চীনের শিক্ষামন্ত্রী বলেন, দেশটির প্রেসিডেন্ট শি চিনপিংয়ের ‘নতুন যুগে চীনের বৈশিষ্ট্যে সমাজতন্ত্র নিয়ে চিন্তা’ বিষয়টি প্রাথমিক স্কুল পর্যায় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষা দেয়া হবে।
এনডিটিভির খবরে বলা হয়, নতুন এই পদক্ষেপ ‘পার্টির কথা শোনা ও তা মেনে চলা’ এবং ‘দেশপ্রেমের অনুভূতি’ গড়ে তোলার জন্য সহায়তা করবে বলে নির্দেশিকায় উল্লেখ করা হয়।
২০১২ সালে ক্ষমতায় আসার পর চীনের প্রেসিডেন্ট চিনপিং সমাজের সব ক্ষেত্রে, ব্যবসা, শিক্ষাপ্রতিষ্ঠান, সাংস্কৃতিক প্রতিষ্ঠানে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির ভূমিকা জোরদার করার চেষ্টা করছেন।
‘নতুন যুগে চীনের বৈশিষ্ট্যে সমাজতন্ত্র নিয়ে শি চিনপিংয়ের চিন্তা’ বিষয়টি দেশটির সংবিধানে ২০১৮ সালে যুক্ত করা হয়।
গত জুলাইয়ে দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির শতবর্ষ পূর্তি অনুষ্ঠানের ভাষণে শি চিনপিং পার্টির নেতৃত্ব বৃদ্ধি, নেতৃত্ব সমুন্নত রাখা ও চীনের জনগণের ঐক্যকে শক্তিশালী করার অঙ্গীকার করেন।