বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

৭০ বছরের সম্পদ ‘করপোরেট বন্ধুদের’ উপহার দিচ্ছেন মোদি: রাহুল 

  •    
  • ২৪ আগস্ট, ২০২১ ২১:৪৪

৬ লাখ কোটি নগদীকরণের পরিকল্পনাটি অর্থমন্ত্রী নির্মলা সীতারামন উন্মোচন করেছিলেন যার লক্ষ্য ছিল অবকাঠামো খাতে প্রাইভেট কোম্পানিগুলিকে যুক্ত করা। ২৫টি বিমানবন্দর, ৪০টি রেলওয়ে স্টেশনসহ অন্যান্য স্থাপনাগুলিকে ব্যক্তিগত বিনিয়োগের জন্য চিহ্নিত করা হয়েছে।

ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষিত ‘জাতীয় নগদীকরণ পাইপলাইন’-এর তীব্র সমালোচনা করেছে কংগ্রেস।

৬ লাখ কোটি নগদীকরণের পরিকল্পনাটি অর্থমন্ত্রী নির্মলা সীতারামন উন্মোচন করেছিলেন যার লক্ষ্য ছিল অবকাঠামো খাতে প্রাইভেট কোম্পানিগুলিকে যুক্ত করা। ২৫টি বিমানবন্দর, ৪০টি রেলওয়ে স্টেশনসহ অন্যান্য স্থাপনাগুলিকে ব্যক্তিগত বিনিয়োগের জন্য চিহ্নিত করা হয়েছে।

সরকারের এই সিদ্ধান্তের সমালোচানা করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, ‘৭০ বছর ধরে দেশের মানুষের করের টাকায় যে প্রতিষ্ঠানগুলি তৈরি হয়েছিল, তা এখন একে একে নিজের করপোরেট ‘বন্ধুদের’ হাতে তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।’

বিভিন্ন সরকারি ক্ষেত্রে কেন্দ্রের একের পর এক বেসরকারিকরণের সিদ্ধান্তের সমালোচনা করে একে মোদির ‘উপহার’ বলেও কটাক্ষ করেছেন কংগ্রেসের সাবেক সভাপতি। যদিও তিনি স্পষ্ট করেছেন যে, কংগ্রেস কখনই বেসরকারিকরণের বিপক্ষে নয়। কিন্তু যেভাবে রেলওয়ে, বিমানবন্দর, জাহাজ বন্দর, বিদ্যুৎ সরবরাহের মতো একের পর এক লাভের মুখ দেখা সম্পদের বেসরকারিকরণ করা হচ্ছে, সেটা সমর্থনযোগ্য নয় বলেই বলেই তার দাবি।

সোমবার সরকারের পক্ষ থেকে ‘ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইন’ নামক নতুন এক উদ্যোগের কথা ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বক্তব্য, ব্যবহার কম হয় এমন সরকারি সম্পত্তি থেকে টাকা তোলার ব্যবস্থা করা হবে এই উদ্যোগে। এর মাধ্যমে ‘অর্থনীতির উৎসগুলো খুলে দেয়া হবে।’ বেসরকারি বিনিয়োগের আহ্বান জানানো হবে বলে অর্থ মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়েছে। যদিও সবকিছুরই মাললিকানা থাকবে কেন্দ্রের হাতে। বেসরকারি বিনিয়োগকে উৎসাহিত করা হলেও পুরোপুরি বেসরকারিকরণ করা হবে না। অন্তত কেন্দ্রীয় সরকার এমনটাই দাবি করছে।

মঙ্গলবার বিকেলে এক সাংবাদিক বৈঠক করে পর কিছু পরিসংখ্যান পেশ করে রাহুল গান্ধী দাবি করেন, এই উদ্যোগের মাধ্যমে কয়েক লক্ষ কোটি টাকার উপহার নিজের ব্যবসায়িক বন্ধুদের হাতে তুলে দিতে চাইছে মোদি সরকার। বেশ কিছু সংস্থার নাম না করে রেলওয়ে, বিমানবন্দরসহ অন্যান্য ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার ঠিক কত হাজার কোটি টাকার সম্পত্তি তাদের হাতে তুলে দেয়া হচ্ছে, সেই পরিসংখ্যান পেশ করেন রাহুল। ‘ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইন’ নামক কেন্দ্রের এই উদ্যোগ আসলে এই দেশের ‘যুব সমাজের ভবিষ্যতের উপর হামলা’ বলেও কটাক্ষ করেন তিনি।

রাহুলের সঙ্গে এ দিনের সাংবাদিক বৈঠকে হাজির ছিলেন সাবেক কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমও। যেখানে কেন্দ্রকে কটাক্ষের সুরে সোনিয়া-তনয় বলেন, ‘নরেন্দ্র মোদি এবং বিজেপির স্লোগান ছিল যে ৭০ বছরে নাকি কিছুই হয়নি। কিন্তু গত ৭০ বছরে যে সম্পত্তি তৈরি হয়েছে, সেটাই বিক্রি করার ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। প্রধানমন্ত্রী সব কিছুই বেচে দিচ্ছেন। এই সম্পত্তিগুলি তৈরি হতে ৭০ বছর সময় লেগেছিল। আর এগুলিকে তিন-চারজন শিল্পপতির হাতে উপহারস্বরূপ তুলে দেওয়া হচ্ছে।’

এ বিভাগের আরো খবর