বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দেশের পথে শতাধিক ভারতীয়, কাবুলে আটকে সহস্রাধিক

  •    
  • ২২ আগস্ট, ২০২১ ১১:৫৭

ঠিক সময়ে বিমানবন্দরে পৌঁছাতে না পারায় ফ্লাইট মিস করেছে প্রায় দেড় শ ভারতীয়। তালেবান তাদের অপহরণ করেছে বলে শুরুতে শঙ্কা ঘনিয়ে উঠলেও পরে সরকারি সূত্রে নিশ্চিত করা হয় যে এমন কিছু ঘটেনি। নিকটস্থ একটি থানায় তাদের পাসপোর্ট ও অন্যান্য কাগজপত্র পরীক্ষানিরীক্ষা করে দেখা হচ্ছিল এবং জিজ্ঞাসাবাদ চলছিল বলে দেরি হয় তাদের।

আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে ১৬৮ জন আরোহী নিয়ে ভারতের রাজধানী দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছে একটি সামরিক ফ্লাইট। আরোহীদের মধ্যে ভারতীয় ১০৭ জন।

গত সপ্তাহে আফগানিস্তানের সশস্ত্র গোষ্ঠী তালেবান রাজধানীর নিয়ন্ত্রণ নেয়ার পর থেকেই কাবুলে বেসামরিক বিমান চলাচল বন্ধ। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর নিয়ন্ত্রণে চলছে কেবল সামরিক ফ্লাইট।

দিনে দুটি করে ভারতীয় সামরিক ফ্লাইটকে কাবুল ছাড়ার অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট ন্যাটো।

এ অবস্থায় শনিবার মধ্য রাতে কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেয়া সামরিক ফ্লাইটটি দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে আজ (রোববার)।

এর আগে কাবুল থেকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে প্রতিবেশী তাজিকিস্তান ও কাতারে নেয়া ভারতীয়দের প্রথম দলটি দুশানবে ও দোহা বিমানবন্দর থেকে দিল্লিতে পৌঁছেছে আজ সকালে। এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো আর ভিস্তারা বিমান সংস্থার তিনটি ফ্লাইটে ফেরে তারা।

৮৭ জন ভারতীয় ও দুই জন নেপালি নাগরিককে বহনকারী আরেকটি বিমানও আজ অবতরণ করবে দিল্লিতে।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে রোববার এসব তথ্য নিশ্চিত করেছেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী।

এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, আফগানিস্তানে নিযুক্ত ভারতের সব দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। কিন্তু অন্য কয়েকটি শহরে এখনও আটকে আছে এক হাজারের বেশি ভারতীয় নাগরিক।

দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, ঠিক সময়ে বিমানবন্দরে পৌঁছাতে না পারায় ফ্লাইট মিস করেছে প্রায় দেড় শ ভারতীয়। তালেবান তাদের অপহরণ করেছে বলে শুরুতে শঙ্কা ঘনিয়ে উঠলেও পরে সরকারি সূত্রে নিশ্চিত করা হয় যে এমন কিছু ঘটেনি।

নিকটস্থ একটি থানায় তাদের পাসপোর্ট ও অন্যান্য কাগজপত্র পরীক্ষানিরীক্ষা করে দেখা হচ্ছিল এবং জিজ্ঞাসাবাদ চলছিল বলে দেরি হয় তাদের।

কাবুলসহ পুরো আফগানিস্তানের পরিস্থিতি ভারত সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়াশঙ্কর।

আজ কাবুল, দোহা, দুশানবেসহ বিভিন্ন বিমানবন্দর থেকে ভারতের উদ্দেশ্যে রওনা হবে প্রায় পাঁচ শ ভারতীয়।

করোনাভাইরাস মহামারির কারণে দিল্লি বিমানবন্দরে পৌঁছানো সব যাত্রীর আরটি-পিসিআর টেস্ট করা হবে।

এ বিভাগের আরো খবর