তালেবানের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলার মতো বাহিনী রয়েছে বলে মন্তব্য করেছেন আফগানিস্তানে একসময়ের তালেবানবিরোধী আলোচিত যোদ্ধার ছেলে আহমেদ মাসুদ।
তবে এ জন্য তিনি তার মিলিশিয়া বাহিনীর জন্য যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র সহায়তা চেয়েছেন।
স্থানীয় সময় বুধবার ওয়াশিংটন পোস্টের মতামতে মাসুদ এসব বার্তা দেন বলে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে।
মাসুদ বলেন, ‘যোদ্ধাদের সহায়তার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র এখনও গণতন্ত্রের দুর্গ হতে পারে। আমি আজ পঞ্জশির ভ্যালি থেকে লিখছি। আমার বাবার পদাঙ্ক অনুসরণ করতে আমি প্রস্তুত।
‘মুজাহিদীনরা তালেবানের ওপর ফের আঘাত হানতে তৎপর।’
মাসুদের বাবা আহমেদ শাহ মাসুদ ‘পঞ্জশিরের সিংহ’ নামে পরিচিত। কাবুলের উত্তর-পশ্চিমাঞ্চলীয় পঞ্জশিরে নব্বইয়ের দশকে তালেবানের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়তে সক্ষম হয়েছিলেন তিনি।
২০০১ সালে আততায়ীর হাতে প্রাণ হারান পঞ্জশিরের সিংহ।
হিন্দুকুশ পর্বতমালার মাঝে অবস্থিত পঞ্জশির কখনো তালেবানের হাতে পড়েনি। শুধু তাই নয়, আশির দশকে পঞ্জশির দখলে ব্যর্থ হয় সাবেক সোভিয়েত ইউনিয়নের বাহিনীও।
তালেবান আফগানিস্তানের বড় অংশ গত কয়েক সপ্তাহে দখলে নিতে সমর্থ হলেও এখন পর্যন্ত পঞ্জশিরের নিয়ন্ত্রণ নিতে পারেনি।
মাসুদ বলেন, ‘আফগানিস্তানের বিশেষ বাহিনীর সাবেক সদস্য এবং কমান্ডারদের আত্মসমর্পণে বিরক্ত আফগান সেনারা এরই মধ্যে আমার সঙ্গে যোগ দিয়েছেন।’
সামাজিক যোগযোগমাধ্যমে পোস্ট করা ছবিতে দেখা যায়, ঘানি সরকারের প্রতিবাদী ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ সঙ্গে বৈঠক করছেন মাসুদ।
আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির দেশত্যাগের দুদিন পর মঙ্গলবার নিজেকে ‘অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট’ হিসেবে ঘোষণা দেন সালেহ।