বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

একজনের করোনা, নিউজিল্যান্ড জুড়ে লকডাউন

  •    
  • ১৮ আগস্ট, ২০২১ ০১:৫২

পুরো দেশে লকডাউন তিনদিন থাকলেও শনাক্তের স্থান অকল্যান্ডে আগামী এক সপ্তাহ লকডাউন কার্যকর থাকবে। আক্রান্ত ব্যক্তি কেরোমান্ডেল নামের যে উপকূলীয় শহরে গিয়েছিলেন, সেখানেও সাতদিনের লকডাউন থাকবে।

কেবল একজনের শরীরে করোনা শনাক্ত হওয়ার পর গোটা নিউজিল্যান্ডে লকডাউন কার্যকর করা হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাত থেকে তিন দিনের এই লকডাউন কার্যকর হয়।

এর আগে, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন সংবাদ সম্মেলনে জানান, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে এই ধরণটি অতিমাত্রায় সংক্রামিত ডেল্টা ভ্যারিয়েন্ট। তবে এর চূড়ান্ত জিন পরীক্ষার ফল পেতে আরও কয়েকদিন লাগতে পারে।

এসময় চতুর্থ মাত্রার কঠোর লকডাউনের ঘোষণা দেন তিনি। এর আওতায় স্কুল, অফিস এবং সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে জরুরি সেবা, সুপার মার্কেট ও ফার্মেসি খোলা থাকবে।

তিনি আরও বলেন, ‘নিউজিল্যান্ডবাসীকে আশ্বস্ত করতে চাই, শুরুতেই এমন কঠোর পদক্ষেপ নেয়ায় এর আগেও আমরা সুফল পেয়েছি।’

ফেব্রুয়ারির পর গত ছয় মাসে এটাই দেশটিতে প্রথম কোনও করোনা রোগী শনাক্তের ঘটনা।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আক্রান্ত ব্যক্তির বয়স ৫৮ বছর। তিনি শনাক্ত হয়েছেন অকল্যান্ডে। করোনার টিকা না নেওয়া এই ব্যক্তি গত বৃহস্পতিবার থেকে ভাইরাসটিতে আক্রান্ত। ওই ব্যক্তির কারণে অন্তত ২৩টি স্থানে সংক্রমণ ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, পুরো দেশে লকডাউন তিনদিন থাকলেও অকল্যান্ডে আগামী এক সপ্তাহ লকডাউন কার্যকর থাকবে। আক্রান্ত ব্যক্তি কেরোমান্ডেল নামের যে উপকূলীয় শহরে গিয়েছিলেন, সেখানেও সাতদিনের লকডাউন থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

নিউজিল্যান্ডে এখন পর্যন্ত ২০ শতাংশ মানুষকে করোনার টিকার দুই ডোজই দেয়া হয়েছে।

এদিকে, হঠাৎ করে এমন লকডাউনের ঘোষণায় দেশটির সুপারমার্কেটগুলোতে মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে।

এ বিভাগের আরো খবর