বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

তৃণমূলের ‘খেলা হবে’ দিবস পালন

  •    
  • ১৬ আগস্ট, ২০২১ ২৩:৫৬

২০২১ বিধানসভা নির্বাচনে খেলা হবে স্লোগান দিয়ে বিজেপিকে রুখে দিয়ে পশ্চিমবঙ্গে তৃতীয়বারের জন্য সরকার গঠন করে তৃণমূল কংগ্রেস। ‘খেলা হবে’ স্লোগানের সাফল্য ও জনপ্রিয়তাকে স্বীকৃতি দিতে ২১ জুলাই তৃণমূলের শহীদ দিবসের ভার্চুয়াল মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা দিয়েছিলেন, ১৬ আগস্ট ‘খেলা হবে’ দিবস পালন করবে রাজ্য সরকার।

পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন রাজ্যে ফুটবল বিতরণ ও ফুটবল খেলার মাধ্যমে ‘খেলা হবে’ দিবস পালন করেছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস।

২০২১ বিধানসভা নির্বাচনে খেলা হবে স্লোগান দিয়ে বিজেপিকে রুখে দিয়ে পশ্চিমবঙ্গে তৃতীয়বারের জন্য সরকার গঠন করে তৃণমূল কংগ্রেস।

‘খেলা হবে’ স্লোগানের সাফল্য ও জনপ্রিয়তাকে স্বীকৃতি দিতে ২১ জুলাই তৃণমূলের শহীদ দিবসের ভার্চুয়াল মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা দিয়েছিলেন, ১৬ আগস্ট ‘খেলা হবে’ দিবস পালন করবে রাজ্য সরকার।

১৯৮০ সালে কলকাতার একটি ফুটবল ম্যাচ ঘিরে পদপিষ্ট হয়ে ১৬ জনের মৃত্যু হয়। সেই দিনটি স্মরণে রেখে খেলাধুলায় জোর দিতে ‘খেলা হবে’ দিবস পালন হবে বলে জানিয়েছিলেন তিনি।

পশ্চিমবঙ্গের পাশাপাশি সোমবার ত্রিপুরাতেও ‘খেলা হবে’ দিবস পালন হয়। গুজরাট ও উত্তরপ্রদেশে ‘খেলা হবে’ দিবস পালনের কথা থাকলেও, শেষ মুহূর্তে সেখানকার প্রশাসন তা বাতিল করে দেয়।

এ প্রসঙ্গে তৃণমূল বিধায়ক তাপস রায় বলেন, ‘বিজেপির চাপে প্রশাসন অনুমতি তুলে নিয়েছে। এরপরও তারা মত প্রকাশের স্বাধীনতার কথা বলবে। গণতন্ত্রের কথা বলবে।’

বিজেপি নেতা রাহুল সিনহার অভিযোগ, খেলার নামে অশান্তি সৃষ্টি করতে চাইছে তৃণমূল।

খেলা হবে দিবসের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে বাম নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘তৃণমূল রাজনীতিকে সরকারি কাজে ঢুকিয়ে দেয়ার চেষ্টা করছে।’

খেলা হবে দিবস ঘিরে ফুটবল খেলার পাশাপাশি ক্লাবগুলোকে রাজ্য সরকারের পক্ষ থেকে ফুটবল বিতরণ করা হয়।

অন্যদিকে, ১৯৪৬ সালের আজকের দিনে গ্রেট ক্যালকাটা কিলিংয়ের প্রসঙ্গ তুলে বিজেপি ১৬ আগস্ট রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ বাঁচাও দিবস পালনের কর্মসূচি ঘোষণা করেছিল।

এদিন বিজেপির পশ্চিমবঙ্গ বাঁচাও দিবস কর্মসূচি ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে কলকাতার রানী রাসমণি অ্যাভিনিউ। বিশৃঙ্খলা ছড়ানোর অভিযোগে মহামারি আইনে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিরোধীনেতা শুভেন্দু অধিকারী, যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁসহ একাধিক বিজেপি নেতাকর্মীকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশ। পরে অবশ্য তাদের ছেড়ে দেয়া হয়।

এ বিভাগের আরো খবর