বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আফগানিস্তান নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে মতভিন্নতা আছে ভারতের

  •    
  • ১৬ আগস্ট, ২০২১ ১১:২৩

ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, পূর্বাঞ্চলে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের স্বার্থ একই বিন্দুতে মিলেছে। পশ্চিমাঞ্চলে বিশেষত, আফগানিস্তানের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে মতদ্বৈধতা আছে ভারতের।

কোয়াড হিসেবে পরিচিত কোয়াড্রিল্যাটেরাল সিকিউরিটি ডায়ালগকে (কিউএসডি) একুশ শতকের গুরুত্বপূর্ণ জোট উল্লেখ করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, এটি বহুমাত্রিক।

তিনি বলেছেন, পূর্বাঞ্চলে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের স্বার্থ একই বিন্দুতে মিলেছে। পশ্চিমাঞ্চলে বিশেষত, আফগানিস্তানের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে মতদ্বৈধতা আছে ভারতের।

ভারতের ৭৫তম স্বাধীনতা দিবসে রোববার টাইমস নাও আয়োজিত সম্মেলনে জয়শঙ্কর এসব কথা বলেন।

যুক্তরাষ্ট্র, ভারত, জাপান ও অস্ট্রেলিয়ার মধ্যকার কৌশলগত সংলাপ কোয়াড। ২০০৭ সালে জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী শিনজো আবে এ সংলাপের সূচনা করেন।

চীনের ক্রমবর্ধমান রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব রুখতেই চার দেশ এ জোট গঠন করেছে বলে মনে করেন বিশ্লেষকরা। জোটের নেতারা এ অঞ্চলে সাধারণ স্বার্থের ওপর গুরুত্বারোপ করেন।

স্বাধীনতা দিবসের সম্মেলনে জয়শঙ্কর যুক্তরাষ্ট্রের পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্কের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী মোদি নেপাল যাওয়ার আগে ১৭ বছর আমাদের পক্ষ থেকে দেশটিতে কোনো দ্বিপক্ষীয় সফর হয়নি। শ্রীলঙ্কার ক্ষেত্রে সেটা ৩৫ বছর। মোদির আগে সর্বশেষ প্রধানমন্ত্রী হিসেবে ইন্দিরা গান্ধী সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলেন।

‘আপনি প্রতিবেশীদের দিকে নজর না দিলে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে আবির্ভূত হতে পারবেন না।’

দক্ষিণ এশিয়ায় ভারতের কাছাকাছি দেশ আফগানিস্তানে সশস্ত্র গোষ্ঠী তালেবানের হাতে ক্ষমতা চলে যাওয়ায় দেশ দুটির সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে।

তালেবান বলছে, তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক চায়। তবে গোষ্ঠীটি দেশ শাসন শুরু করলে সম্পর্কের মাত্রা বোঝা যাবে।

এ বিভাগের আরো খবর