বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

তালেবান সরকারে কারা নেতৃত্বে

  •    
  • ১৬ আগস্ট, ২০২১ ০১:৫৯

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মোল্লা হায়বাতুল্লাহ আখুনজাদা হতে যাচ্ছেন আমির-উল মোমেনিন (বিশ্বাসীদের কমান্ডার)। তার তিনজন সহযোগী থাকবেন। তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা উমরের ছেলে মোল্লা ইয়াকুব সরকারের সামরিক শাখার প্রধানের দায়িত্বে থাকবেন। সিরাজউদ্দিন হাক্কানি সংঘঠনটির আর্থিক ও সামরিক রসদের দেখভালের দায়িত্বে থাকবেন। মোল্লা আবদুল ঘানি বারাদার কাতারের দোহায় সংগঠনটির রাজনৈতিক কার্যালয়ের দায়িত্ব পালন করবেন।

আফগানিস্তানে তালেবান যোদ্ধাদের ক্ষমতা দখল এখন সময়ের ব্যাপার মাত্র। রাজধানী কাবুল এখন সশস্ত্র তালেবান বাহিনীর দখলে। প্রেসিডেন্ট প্রাসাদের নিয়ন্ত্রণ নিয়েছে ফের দুই দশক পর আফগানিস্তানের ক্ষমতার মসনদে বসতে যাওয়া তালেবানরা।

আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি রোববার সন্ধ্যার দিকে কাবুল ছেড়ে প্রতিবেশী দেশ তাজিকিস্তানে পালিয়ে যাওয়ার পর প্রেসিডেন্ট প্রাসাদ দখলে নেন তালেবান যোদ্ধারা।

ক্ষমতা যখন পুরোপুরি নিশ্চিত হয়ে গেছে, তখনই ভোল পাল্টাতে শুরু করে তালেবানের শীর্ষ নেতারা।

এখন আর ক্ষমতা ভাগাভাগি বা কোনো অন্তর্বর্তীকালীন সরকার গঠনে রাজি নন তারা। সরাসরি রাষ্ট্রের পূর্ণ ক্ষমতা নেয়ার পাঁয়তারা শুরু করে দিয়েছেন তারা।

এরই মধ্যে তাদের সম্ভাব্য সরকারে কারা কোন পদে থাকবেন, তা প্রকাশ পাচ্ছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মোল্লা হায়বাতুল্লাহ আখুনজাদা হতে যাচ্ছেন আমির-উল মোমেনিন (বিশ্বাসীদের কমান্ডার)। ইসলামি শরিয়া আইনে বিশেষজ্ঞ এ ব্যক্তি তালেবানের সর্বোচ্চ নেতা হতে যাচ্ছেন। তিনি রাজনৈতিক, ধর্মীয় এবং সামরিক বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।

তার তিনজন সহযোগী থাকবেন। তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা উমরের ছেলে মোল্লা ইয়াকুব সরকারের সামরিক শাখার প্রধানের দায়িত্বে থাকবেন।

সিরাজউদ্দিন হাক্কানি সংগঠনটির আর্থিক ও সামরিক রসদের দেখভালের দায়িত্বে থাকবেন। পাশাপাশি দেশটিতে আত্মঘাতী বোমা হামলার দায়িত্বে থাকা হাক্কানি নেটওয়ার্কের দায়িত্ব থাকবেন তিনি। তালেবান মুজাহিদীনের শীর্ষ কমান্ডার জালালউদ্দিন হাক্কানির ছেলে তিনি।

মোল্লা আবদুল ঘানি বারাদার কাতারের দোহায় সংগঠনটির রাজনৈতিক কার্যালয়ের দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে তিনি দলটির হয়ে দরকষাকষি ও সংলাপ চালিয়ে যাবেন। তিনি তালেবানের অন্যতম সহপ্রতিষ্ঠাতা ও বাহিনীটির রাজনৈতিক প্রধান। দোহায় শান্তি আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

২৬ সদস্যের লিডারশিপ কাউন্সিল মন্ত্রিসভা গঠন করে নীতিমালা প্রণয়ন ও কমিশনের যাবতীয় কর্মকাণ্ড পর্যবেক্ষণ করবেন। এই কমিশনের নাম হবে রাহাবারি শুরা।

কেন্দ্রীয় সরকারের আদলে প্রতিটি প্রদেশে ছায়া গভর্নরের তত্ত্বাবধানে কাজ করবে প্রাদেশিক সরকার। সেখানে প্রতিটি যুদ্ধক্ষেত্রের সেনাপতি নির্বাচিত হবেন সামরিকবিষয়ক কমিশনের মাধ্যমে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গত এপ্রিলে ঘোষণা দেন, দুই দশকের যুদ্ধের অবসান ঘটিয়ে তার দেশের সেনাবাহিনী ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান ছেড়ে যাবে। এরপর মে মাসে আফগানিস্তানের সরকারি বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ শুরু করে তালেবান বাহিনী।

কাবুল দখলের আগে একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাবে তালেবান যোদ্ধারা সম্মতি জানালেও রাজধানী দখলের পর ইউটার্ন নিয়েছে তারা। এখন বলছে, পুরো ক্ষমতাই চাই তাদের।

রয়টার্সের খবরে বলা হয়েছে, আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি রোববার সন্ধ্যার দিকে কাবুল ছেড়ে তাজিকিস্তানে পালিয়ে যাওয়ার পর প্রেসিডেন্ট প্রাসাদ দখলে নিয়ে এ দাবি করছেন তালেবান যোদ্ধারা।

তালেবানের জয়যাত্রার মুখে তাজিকিস্তানের উদ্দেশে শুধু আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানিই নন, পালিয়েছেন তার দুই সহযোগীও।

আফগানিস্তানভিত্তিক বার্তা সংস্থা খামা প্রেসের প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হামদুল্লাহ মুহিব এবং প্রেসিডেন্টের প্রশাসনিক কার্যালয়ের প্রধান ফজেল মাহমুদ ফজলিও ঘানির সঙ্গে তাজিকিস্তানের উদ্দেশে দেশ ছাড়েন।

এর আগে রোববার বিকেলে আফগানিস্তানের পার্লামেন্টের স্পিকার মির রহমান রহমানি এবং প্রেসিডেন্টের ঘনিষ্ঠ ইউনুস কানুনি, মুহাম্মদ মুহাকেক, করিম খালিলি, আহমেদ ওয়ালি মাসুদ ও আহমেদ জিয়া মাসুদ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের উদ্দেশে দেশত্যাগ করেন।

এদিকে প্রেসিডেন্ট ঘানির দেশত্যাগ নিয়ে ভিডিও ক্লিপে মুখ খোলেন আফগানিস্তানের হাই কাউন্সিল ফর ন্যাশনাল রিকনসিলিয়েশনের প্রধান আব্দুল্লাহ আব্দুল্লাহ।

ঘানির সমালোচনা করে তিনি বলেন, আফগানিস্তানের মানুষকে বিশৃঙ্খলা ও দুর্ভোগের মধ্যে ফেলে প্রেসিডেন্ট পালিয়েছেন। ভবিষ্যতে তার বিচার হবে।

রোববার সন্ধ্যায় রাজধানী কাবুলে ঢুকতে যোদ্ধাদের নির্দেশ দিয়েছে তালেবান।

এ বিভাগের আরো খবর