বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

লেবাননে তেল ট্যাংকার বিস্ফোরণে নিহত ২০

  •    
  • ১৫ আগস্ট, ২০২১ ১২:২৬

স্থানীয় আক্কার হাসপাতালের কর্মী ইয়াসিন মেটলেজ বলেন, তাদের হাসপাতালে কমপক্ষে সাতটি পোড়া লাশ ও আধাপোড়া বেশ কয়েকজনকে নিয়ে যাওয়া হয়।

লেবাননে একটি তেল ট্যাংকার বিস্ফোরণে কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। বিস্ফোরণে আহত হয়েছে অন্তত ৭৯ জন।

দেশটির উত্তরাঞ্চলীয় আক্কারে রোববার সকালে এই বিস্ফোরণ ঘটেছে বলে জানায় লেবনিস রেড ক্রস।

সংস্থাটি বলছে, বিস্ফোরণে আহত ৭৯ জনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় আক্কার হাসপাতালের কর্মী ইয়াসিন মেটলেজ বলেন, তাদের হাসপাতালে কমপক্ষে সাতটি পোড়া লাশ ও আধাপোড়া বেশ কয়েকজনকে নিয়ে যাওয়া হয়।

তিনি বলেন, ‘হাসপাতালে আনা সাতটি লাশের কাউকেই শনাক্ত করার কোনো উপায় ছিল না।

‘কারও কারও পুরো মুখ পুড়ে গেছে, কারও কারও আবার হাত পুড়ে গেছে।

তিনি বলেন, হাসপাতালটিতে পোড়া রোগীদের চিকিৎসা সুবিধা খুব ভালো না থাকায় বেশির ভাগ রোগীকে ফিরিয়ে দেয়া হচ্ছে।

সামরিক ও নিরাপত্তা বাহিনীর এক সূত্র সংবাদমাধ্যম রয়টার্সকে উদ্ধৃত করে আল জাজিরা জানায়, লেবানন সেনাবাহিনীর বাজেয়াপ্ত করা একটি তেল ট্যাংক থেকে যখন পেট্রল বিতরণ করা হচ্ছিল, সে সময় বিস্ফোরণটি ঘটে।

লেবাননের সরকারি জাতীয় সংবাদ সংস্থা জানায়, তেল সংগ্রহের জন্য স্থানীয় বাসিন্দারা হাতাহাতি শুরু করে। এমন সময় সেই বিস্ফোরণ হয়।

হাতাহাতি ও বিস্ফোরণের আগেই সেনাবাহিনী ওই এলাকা ত্যাগ করে বলে জানায় সংবাদ সংস্থাটি।

স্থানীয়রা বলছেন, বিস্ফোরণের সময় অন্তত ২০০ লোক সেখানে ছিল।

বিস্ফোরণটি এমন একসময়ে হলো যখন লেবাননে চরম জ্বালানি সংকটের মুখোমুখি হয়েছে। সংকটের কারণ হিসেবে চোরাচালান, মজুত রাখা এবং আমদানি করা জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় সরকারকে দায়ী করা হচ্ছে।

গত বছরের ৪ আগস্ট লেবাননের রাজধানী বৈরুতে বড় ধরনের এক বিস্ফোরণে অন্তত ২১৪ জন নিহত হন। সে সময় আহত হয়েছিল কয়েক শ মানুষ।

এ বিভাগের আরো খবর