বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এবার জালালাবাদের পতন, পূর্বাঞ্চল থেকে বিচ্ছিন্ন কাবুল

  •    
  • ১৫ আগস্ট, ২০২১ ১১:৪৩

শহরে কোনো সংঘাত-সহিংসতা হয়নি। কারণ তার আগেই বাহিনী নিয়ে আত্মসমর্পণ করেছেন গভর্নর। জালালাবাদের মাধ্যমে আফগানিস্তান ও পাকিস্তানের সব সংযোগ সড়কের নিয়ন্ত্রণ এখন তালেবানের হাতে।

কোনো ধরনের প্রতিরোধ ছাড়াই আফগানিস্তানের জালালাবাদ শহরের দখল নিয়েছে দেশটির সশস্ত্র গোষ্ঠী তালেবান। স্থানীয় সরকারি কর্মকর্তা ও বাসিন্দাদের বরাত দিয়ে এ খবর নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।

এর ফলে দেশের বড় শহরগুলোর মধ্যে এখন শুধু রাজধানী কাবুলেরই নিয়ন্ত্রণ আছে আফগান সরকারের হাতে। যদিও জালালাবাদ দখলের মাধ্যমে কাবুলকে পূর্ব দিক থেকে বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে।

কাবুল, কান্দাহার, হেরাত, মাজার-ই-শরিফের পর আফগানিস্তানের পঞ্চম বৃহৎ শহর জালালাবাদ।

রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় রোববার সকালে পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের রাজধানী জালালাবাদের নিয়ন্ত্রণ নেয় তালেবান। গভর্নরের কার্যালয়ে পতাকা ওড়ানোর ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে গোষ্ঠীটি।

জালালাবাদভিত্তিক এক আফগান কর্মকর্তা জানিয়েছেন, শহরে কোনো সংঘাত-সহিংসতা হয়নি। কারণ তার আগেই বাহিনী নিয়ে আত্মসমর্পণ করেছেন গভর্নর।

তিনি বলেন, ‘বেসামরিক বাসিন্দাদের বাঁচাতে তালেবানকে স্বেচ্ছায় শহরে ঢুকতে দেয়াই একমাত্র পথ ছিল।’

এর আগে উত্তরাঞ্চলীয় শহর, বালখ প্রদেশের রাজধানী মাজার-ই-শরিফও কোনো রকম প্রতিরোধ ছাড়াই নিয়ন্ত্রণে নেয় তালেবান। দেশের ৩৪টি প্রাদেশিক রাজধানীর মধ্যে এ পর্যন্ত ২২টি দখল করেছে গোষ্ঠীটি।

পশ্চিমা বিশ্বের এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, জালালাবাদের মাধ্যমে আফগানিস্তান ও পাকিস্তানের সব সংযোগ সড়কের নিয়ন্ত্রণ এখন তালেবানের হাতে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ৯ দিন আগেও সব প্রাদেশিক রাজধানী আফগান সরকারের নিয়ন্ত্রণে ছিল। এ কয়দিনে অবিশ্বাস্য দ্রুততায় দেশের অর্ধেকের বেশি প্রাদেশিক রাজধানী দখল করে কাবুলের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে তালেবান।

কাবুল ক্রমে বিচ্ছিন্ন হতে থাকায় বাড়ছে উদ্বেগ-উৎকণ্ঠা। কাবুলে এখনও তালেবান যোদ্ধারা প্রবেশ করেনি বলে আগে দখলকৃত অনেক শহরের বাসিন্দারা আশ্রয় নিয়েছেন রাজধানীতে। রাস্তাঘাটে দেখা মিলছে না খেয়ে ঘুমিয়ে দিন পার করা হাজারো মানুষের।

ভিড় বেড়েছে ব্যাংকগুলোতে, বেড়েছে জ্বালানি, খাদ্যসহ নিত্যপণ্যের দাম।

আফগানিস্তান থেকে নাগরিকদের নিরাপদে ফিরিয়ে নিতে স্বল্প সময়ের জন্য পাঠানো সেনার সংখ্যা তিন হাজার থেকে বাড়িয়ে পাঁচ হাজার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

এ বিভাগের আরো খবর