বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

৫ দিনে তালেবানের দখলে ৮ প্রাদেশিক রাজধানী

  •    
  • ১১ আগস্ট, ২০২১ ০৯:০৫

পুল-ই-খুমরির দখল নেয়ার মাধ্যমে উত্তরাঞ্চলীয় তিনটি প্রদেশের সীমান্তে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে তালেবান। অপরদিকে ফারাহ প্রদেশে গভর্নরের কার্যালয়, পুলিশের প্রধান কার্যালয়, প্রদেশের কেন্দ্রীয় কারাগারের নিয়ন্ত্রণ নিয়েছে গোষ্ঠীটি।

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাঘলান প্রদেশের রাজধানী পুল-ই-খুমরির নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী তালেবান। এ নিয়ে গত শুক্রবার থেকে পাঁচ দিনে আটটি প্রাদেশিক রাজধানী দখল করেছে গোষ্ঠীটি।

আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, মঙ্গলবার একই দিনে দুটি প্রাদেশিক রাজধানীর নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। অপরটি হলো দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশের রাজধানী ফারাহ শহর।

কাবুলের প্রায় ২০০ কিলোমিটার উত্তরে অবস্থিত পুল-ই-খুমরির আইনপ্রণেতা মামুর আহমাদজাই জানান, মাত্র দুই ঘণ্টার লড়াইয়ে শহরটি দখল করেছেন তালেবান যোদ্ধারা।

পুল-ই-খুমরির দখল নেয়ার মাধ্যমে উত্তরাঞ্চলীয় তিনটি প্রদেশের সীমান্তে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে তালেবান।

অপরদিকে ফারাহ প্রদেশে গভর্নরের কার্যালয়, পুলিশের প্রধান কার্যালয়, প্রদেশের কেন্দ্রীয় কারাগারের নিয়ন্ত্রণ নিয়েছে গোষ্ঠীটি। ফারাহ শহরের কাছেই একটি সামরিক ঘাঁটি থেকে স্থানীয় নিরাপত্তা বাহিনী পিছু হটেছে বলে জানিয়েছেন এক আইনপ্রণেতা।

ফারাহর মাধ্যমে ইরানের সঙ্গে আফগানিস্তানের দ্বিতীয় সীমান্ত এলাকা কব্জা করেছে তালেবান। আফগানিস্তানের দক্ষিণ-পশ্চিমে গোষ্ঠীটির দখলকৃত দ্বিতীয় প্রাদেশিক রাজধানী এটি। গত শুক্রবার প্রতিবেশী নিমরুজ প্রদেশের রাজধানী জারাঞ্জ দখলে নেয় গোষ্ঠীটি।

এর আগে চলতি সপ্তাহে কুন্দুজ ও তাখার প্রদেশ দখল করে তালেবান। ফলে কেন্দ্রীয় রাজধানী কাবুল থেকে উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ বাদাখশান পর্যন্ত বিস্তৃত ৩৭৮ কিলোমিটার সংযোগ সড়কের প্রায় পুরোটাই এখন তালেবানের দখলে। যাত্রী ও পণ্য পরিবহনে আফগানিস্তানের বাণিজ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সড়ক।

খনিজ সম্পদে সমৃদ্ধ প্রদেশগুলোর প্রবেশপথ হিসেবে পরিচিত উত্তরাঞ্চলীয় কুন্দুজ তাজিকিস্তান সীমান্তসংলগ্ন এবং কৌশলগত দিক থেকেও গুরুত্বপূর্ণ। আফিম, হেরোইনসহ নানা প্রকার মাদক ও অন্যান্য অবৈধ পণ্য চোরাচালানও হয় এ পথ ধরে।

এ বিভাগের আরো খবর