বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চালক হয়ে সিএনজিচালিত বাস উদ্বোধন করলেন মন্ত্রী

  •    
  • ৯ আগস্ট, ২০২১ ২২:৫২

কসবার পরিবহন ভবনের কাছের একটি ডিপোতে প্রথম সিএনজিচালিত বাসের উদ্বোধন করে নিজেই চালকের আসনে বসে পড়েন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। তাকে কিছুক্ষণ শহরের রাস্তায় এই বাস চালাতে দেখা যায়।

রাজ্য সরকারের উদ্যোগে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় চালু হয়েছে পরিবেশবান্ধব কম্প্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি) চালিত বাস পরিষেবা।

সোমবার কসবার পরিবহন ভবনের কাছের একটি ডিপোতে প্রথম সিএনজিচালিত বাসের উদ্বোধন করে নিজেই চালকের আসনে বসে পড়েন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। তাকে কিছুক্ষণ শহরের রাস্তায় এই বাস চালাতে দেখা যায়।

নতুন এই সিএনজি বাস পরিষেবার সূচনা করে ফিরহাদ হাকিম বলেন, ‘আপাতত দুটি বাস চালানো হবে। ধীরে ধীরে আরও পরিবেশবান্ধব বাস শহরের রাস্তায় নামানো হবে।’

এ বছরের জুনে পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিমের নেতৃত্বে পরিবহন ভবনে বেঙ্গল গ্যাস কোম্পানির সঙ্গে চুক্তি হয়।

ওই সময় ফিরহাদ বলেছিলেন, ‘ছয় মাসের মধ্যে বেসরকারি বাসের জন্য প্রথম সিএনজি স্টেশন তৈরি হয়ে যাবে। এতে পরিবেশ দূষণ কমবে। এছাড়া পেট্রোল-ডিজেলের অস্বাভাবিক দামবৃদ্ধির মধ্যে কিছুটা হলেও স্বস্তি পাবেন মালিকরা।’

সোমবার দুটি সিএনজি বাস রাস্তায় নামিয়ে এরই সূচনা করলেন ফিরহাদ।

তিনি বলেন, ‘আমরা ইলেকট্রিক বাসের ওপর বেশি নজর দিচ্ছি। আর এখন সিএনজিচালিত বাসকে গুরুত্ব দিচ্ছি। যাতে কলকাতা আরও পরিষ্কার ও সবুজ হয়ে ওঠে।’

পরিবহন দপ্তর জানিয়েছে, আগামী দিনে কলকাতার বিভিন্ন রুটে সিএনজি পাম্প তৈরি করা হবে। যাওয়া-আসার পথে পাম্পগুলো থেকে গ্যাস ভরতে পারবেন চালকরা। আপাতত হাওড়া, সল্টলেক, নীলগঞ্জ, ঠাকুর পুকুর, বেলঘরিয়া ও সাঁতরাগাছিতে সিএনজি ফিলিং স্টেশন তৈরি হবে।

এ বিভাগের আরো খবর