যুক্তরাষ্ট্রে ২০২৪ সালে অনুষ্ঠেয় নির্বাচনে ডনাল্ড ট্রাম্প অংশ নেবেন বলে দাবি করেছেন সাবেক প্রেসিডেন্টের প্রশাসনের অন্যতম কর্মকর্তা ও হোয়াইট হাউজের সাবেক মুখপাত্র শন স্পাইসার।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে জানানো হয়, সম্প্রতি ওয়াশিংটন এক্সামিনারকে দেয়া এক সাক্ষাৎকারে আগামী প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ট্রাম্পের আগ্রহের কথা জানান স্পাইসার।
তিনি বলেন, ‘অভিবাসীসহ বিভিন্ন ইস্যুতে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের নেয়া কিছু সিদ্ধান্তের কারণে গত কয়েক মাস ধরে আবারও নির্বাচনে দাঁড়াতে চান ট্রাম্প। কয়েক মাস আগেও এ বিষয়ে আমি নিশ্চিত ছিলাম না। কিন্তু এখন দৃশ্যপট ভিন্ন।’
পরবর্তী নির্বাচনে ট্রাম্পের অংশগ্রহণ নিয়ে এটি স্পাইসারের নিজস্ব বক্তব্য নাকি সাবেক প্রেসিডেন্টের সঙ্গে কথা বলে বা তার ঘনিষ্ঠদের মধ্যে এ নিয়ে কোনো আলোচনা হয়েছে, তা জানা যায়নি।
হোয়াইট হাউজে ট্রাম্পের প্রথম মুখপাত্র শন স্পাইসার মাত্র ছয় মাস দায়িত্ব পালন করেন। ২০১৭ সালের জুলাইয়ে তিনি পদত্যাগ করেন।
নিয়মিত সংবাদ সম্মেলনগুলোতে মিথ্যা তথ্য দেয়া, সাংবাদিকদের প্রতি আক্রমণাত্মক মনোভাব ও একের পর এক অসম্মানজনক মন্তব্যের পরিপ্রেক্ষিতে ব্যাপক সমালোচিত ও বিতর্কিত ছিলেন তিনি।
বর্ষীয়ান রাজনীতিক জো বাইডেনের কাছে ২০২০ সালের নির্বাচনে শোচনীয়ভাবে পরাজিত হন ট্রাম্প। রেকর্ড ৭০ লাখের বেশি ভোটের ব্যবধানে হারের পর তিনি রাজনীতিতে আর থাকবেন কি না, তা নিয়ে জল্পনা তুঙ্গে তখন থেকেই।
নির্বাচনে পরাজয় স্বীকার করেননি ট্রাম্প। অভিযোগ তুলেছিলেন ভোট কারচুপির।
সম্প্রতি ট্রাম্প প্রশাসনের সাবেক চিফ অফ স্টাফ মার্ক মিডোসসহ অনেক নেতাই তাকে আবারও নির্বাচনি দৌড়ে আনার বিষয়ে ইঙ্গিত দিয়েছেন।