আফগানিস্তানের দখল নিয়ে সরকারি বাহিনী ও তালেবানের লড়াইয়ে নিরাপত্তা পরিস্থিতির চরম অবনতি হওয়ায় দেশটি দ্রুত ত্যাগে নিজেদের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য।
স্থানীয় সময় শুক্রবার এ আহ্বান জানানো হয় বলে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে।
যুক্তরাজ্যের সরকারি দপ্তর ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস আফগানিস্তানে সব ধরনের ভ্রমণের বিষয়ে নিজেদের ওয়েবসাইটে সতর্কবার্তা দিয়েছে।
এতে বলা হয়, ‘যুক্তরাজ্যের সব নাগরিককে এ মুহূর্তে আফগানিস্তান ছাড়ার পরামর্শ দেয়া হচ্ছে।’
যুক্তরাজ্যের নাগরিকদের উদ্দেশে ওয়েবসাইটে বলা হয়, ‘আপনারা যদি এখনও আফগানিস্তানে অবস্থান করেন, তাহলে দ্রুত দেশটি ছাড়ার বন্দোবস্ত করুন। সেখানকার নিরাপত্তা পরিস্থিতি খুবই উদ্বেগজনক।’
জরুরি ভিত্তিতে আফগানিস্তান ছাড়তে ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের ওপর নির্ভর করা ঠিক হবে না বলে যুক্তরাজ্যের নাগরিকদের জানান দপ্তরের কর্মকর্তারা।
কারণ হিসেবে বলা হয়েছে, আফগানিস্তান ছাড়ার ক্ষেত্রে দপ্তরের সহযোগিতার সক্ষমতা ‘খুবই অপ্রতুল’।
যুক্তরাজ্যের সরকারি দপ্তরটির পক্ষ থেকে আরও বলা হয়, ‘আফগানিস্তানে সন্ত্রাসীরা বিশেষ ধরনের হামলা চালাচ্ছে। দেশটির বিভিন্ন প্রান্তে হামলার তীব্রতা বাড়ানো হয়েছে।’
আফগানিস্তান থেকে প্রায় দুই দশক পর বিদেশি সেনা প্রত্যাহারের শেষ পর্যায়ে যুক্তরাষ্ট্র-সমর্থিত আফগান সরকার উৎখাতে মরিয়া তালেবান।
দেশটির একটি প্রাদেশিক রাজধানী, বেশ কয়েকটি জেলা ও গুরুত্বপূর্ণ বর্ডার ক্রসিং এখন তালেবানের নিয়ন্ত্রণে।
বিভিন্ন প্রাদেশিক রাজধানীসহ গুরুত্বপূর্ণ শহর দখল করাই এখন সংগঠনটির লক্ষ্য।
চলতি বছরের মে মাস থেকে শুরু করা হামলায় এরই মধ্যে আফগানিস্তানের গ্রামাঞ্চলের একটা বড় অংশ তালেবানের নিয়ন্ত্রণে চলে গেছে।
দেশটির পশ্চিমাঞ্চলীয় ইরান সীমান্তবর্তী হেরাত প্রদেশের রাজধানী হেরাত এবং দক্ষিণে হেলমান্দ প্রদেশের রাজধানী লস্কর গাহ দখলে আফগান সরকারকে চ্যালেঞ্জ করেছে সংগঠনটি।
একই সঙ্গে একসময় তালেবানের ঘাঁটি হিসেবে পরিচিত কান্দাহার শহর দখলেও জোর চেষ্টা করছে সংগঠনটি।
গত কয়েক দিন ওই সব অঞ্চল ঘিরে আফগান সরকারি বাহিনীর সঙ্গে তালেবানের তুমুল লড়াই হয়।
শুক্রবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ইরানের সীমান্তবর্তী জারাঞ্জ দখলের মাধ্যমে প্রথম দেশটির কোনো প্রদেশের রাজধানী নিয়ন্ত্রণে নিতে সমর্থ হয় তালেবান।
নিমরোজ প্রদেশের গভর্নর রোহ গুল খায়েরজাদ বলেন, রাজধানী শহর জারাঞ্জ দখলে কোনো প্রতিরোধের মুখে পড়েনি তালেবান।
একই দিন আফগানিস্তানের রাজধানী কাবুলে এক মসজিদে দেশটির গণমাধ্যম তথ্যকেন্দ্রের প্রধান দাওয়া খান মিনাপালকে গুলি করে হত্যা করে তালেবান।
দাওয়া খানের মৃত্যুর বিষয়ে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মিরওয়াইজ স্ট্যানিকজাই বলেন, ‘সন্ত্রাসীরা ফের কাপুরুষোচিত কাজ করেছে। আফগানিস্তানের এক দেশপ্রেমিক নাগরিক তাদের হাতে শহিদ হয়েছেন।’
আফগান সরকারের মিডিয়া দপ্তরের প্রধানকে খুনের দায় নিয়ে তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, ‘মুজাহিদিনরা বিশেষ হামলা চালিয়ে দাওয়া খানকে হত্যা করেছে। নিজ কৃতকর্মের জন্য তাকে শাস্তি দেয়া হয়েছে।’
এর আগে মঙ্গলবার মধ্যরাতে আফগানিস্তানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী বিসমিল্লাহ খান মোহাম্মদির বাড়ি লক্ষ্য করে বোমা ও বন্দুক হামলা চালায় তালেবান।
ওই ঘটনায় চার হামলাকারীসহ আটজন নিহত হয়। আহত হয় ২০ জন।