ভারতের পশ্চিমবঙ্গের হলদিয়া পৌরসভার উদ্যোগে কাজ হারানো, খেটে খাওয়া মানুষের খাবার কষ্ট দূর করতে মাত্র ৫ টাকায় ডিম-ভাত খাওয়ার ব্যবস্থা চালু করা হয়েছে।
পৌরসভার উদ্যোগে চালু হওয়া মা ক্যান্টিনে মাত্র ৫ টাকায় ডিম ভাত পাওয়া যাবে বলা হলেও সঙ্গে থাকছে ডাল ও সবজি।
আর এই মা ক্যান্টিন পরিচালনা করবেন স্বনির্ভর গোষ্ঠীর নারীরা।
হলদিয়ার ৫ নম্বর ওয়ার্ডের হসপিটাল মোড়ের এই ক্যান্টিনে রোজ বেলা ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত খাবার পাওয়া যাবে। তবে সকাল ৭টা থেকে ১০টার মধ্যে ৫ টাকা দিয়ে টিকিট কাটতে হবে।
শুক্রবার হলদিয়া পুরসভার উদ্যোগে মা ক্যান্টিনের উদ্বোধন উপলক্ষে উপস্থিত ছিলেন, মহকুমাশাসক লক্ষণ পেরুমল, হলদিয়া পুরসভার পুরপ্রধান সুধাংশু শেখর মন্ডল ও হলদিয়া পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল আজগর আলী।
প্রথম দিনেই মা ক্যান্টিনে খেয়েছেন প্রায় ৩০০ মানুষ। ৫ টাকায় ডিম ভাত পাওয়ায় ক্যান্টিনে খেতে আসা শ্রমজীবী দরিদ্র মানুষেরা পেট পুরে খেয়ে খুশির কথা শোনালেন।
করোনা সংকটের অর্থনীতির কঠিন এ সময় গরিব খেটে-খাওয়া মানুষের অন্তত এক বেলা ৫ টাকায় ডিম ভাত মেলায়, খাবার কষ্ট কিছুটা লাঘব হবে মনে করছেন নাগরিক সমাজ।