বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কাকাবাবুর জন্মদিনে আত্মজিজ্ঞাসার পরামর্শ বিমান বসুর

  •    
  • ৫ আগস্ট, ২০২১ ২১:১২

সপ্তাহ খানেক আগে প্রয়াত সিপিএম নেতা অনিল বিশ্বাসের কন্যা অজন্তা বিশ্বাস তৃণমূলের মুখপত্র দৈনিক জাগো বাংলায় উত্তর সম্পাদকীয়তে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে দলকে বিড়ম্বনায় ফেলে দিয়েছেন। অজন্তা বিশ্বাসের লেখার পর বিমান বসুর এই লেখা, স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতেই পারে, যারা পার্টির লাইনের বাইরে গিয়ে কথা বলছেন, প্রচার করছেন সেইসব অজান্তাদের উদ্দেশে বর্ষীয়ান সিপিএম নেতার এই পরামর্শ কিনা।

ভারতের কম্যুনিস্ট আন্দোলনের অন্যতম পথিকৃত প্রয়াত কমরেড মুজাফফর আহমেদের (কাকাবাবু) ১৩৩তম জন্মদিনে পশ্চিমবঙ্গের বিরোধীদল সিপিএমের দৈনিক মুখপত্র গণশক্তির উত্তর সম্পাদকীয়তে সহকর্মীদের আত্মজিজ্ঞাসার পরামর্শ দিয়েছেন দলের সাবেক রাজ্য সম্পাদক ও বর্ষীয়ান নেতা বিমান বসু।

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে সিপিএমের আসন শূন্য হয়ে যাওয়ার পর তা নিয়ে দলের ভিতরে-বাইরে জোর কাটাছেঁড়া, তর্ক বিতর্ক চলছে। এ নিয়ে দলের অনেক নেতাকর্মী দলের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলেছেন।

সপ্তাহ খানেক আগে প্রয়াত সিপিএম নেতা অনিল বিশ্বাসের কন্যা অজন্তা বিশ্বাস তৃণমূলের মুখপত্র দৈনিক জাগো বাংলায় উত্তর সম্পাদকীয়তে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে দলকে বিড়ম্বনায় ফেলে দিয়েছেন।

আর এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার প্রয়াত সিপিএম নেতা মুজাফফর আহমেদের জন্মদিনে দলের প্রতি তার অবদানের কথা স্মরণ করে বিমান বসু লেখেন, ‘আমরা যারা এখন ভারতের মার্কসবাদী কমিউনিস্ট পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছি, আমিসহ তাদের সবাইকে জিজ্ঞাসা করা প্রয়োজন যে, আমরা দলের জন্য কত সময় ব্যয় করি?’

কাকাবাবুদের সময় নেতাকর্মীদের ধ্যান-জ্ঞান ছিল কি করে দল জনসাধারণের সমস্যার সমাধান করতে পারে। একাজে কত ভালোভাবে নিজেকে যুক্ত রাখা যায়। জনসাধারণের মধ্যে দলের বিস্তার ঘটাতে, পার্টি পরিচালিত বিভিন্ন সংগঠনের প্রতিদিনের কার্যকলাপ পরিচালনা করতে, যা যা করা উচিত তা কি আমরা ঠিকঠাক মতো করতে না পারলে তার জন্য উদ্বেগ প্রকাশ করি? কাকাবাবুরা তা করতেন।’

বিমান বসু লিখেছেন, ‘আজ আমাদের স্মরণ করতে হবে যে কাকাবাবুরা তৎকালীন সময়ে শোষিত বঞ্চিত মানুষের শোষণ মুক্তির লড়াই করার জন্য যে সংগঠিত প্রয়াস অব্যাহত রেখেছিলেন তার ফলশ্রুতিতে বিশের দশক ও তিরিশের দশকে অসংখ্য ছোট ছোট লড়াই সংগ্রামের পথ বেয়ে বড় লড়াইয়ের ভিত্তি গড়ে উঠেছে।

আমরা যেন ভুলে না যাই, আজকেও স্থানীয় ভিত্তিতে ছোট ছোট লড়াই সফলভাবে সংগঠিত করার ভিতের ওপর দাঁড়িয়ে ভবিষ্যতে বড় লড়াই সংগঠিত করার দামামা বেজে উঠবে।

কমরেড মুজাফফর আহমেদ ১৯১৭ সালে রাশিয়ায় সফল বলশেভিক বিপ্লবের বার্তা পাওয়ার পর থেকে আমাদের দেশে (বর্তমান ভারতে) শ্রমিক কৃষকদের সংগঠিত করা এবং স্বাধীনতা সংগ্রামে পরিকল্পিতভাবে অংশ নেয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। আন্দোলন-সংগ্রামে তিনি যুক্ত থাকার ফলশ্রুতিতে ইংরেজ পুলিশরা তার ওপর নজরদারি চালাতে থাকে। তাই তাকে অনেক সময় পুলিশের নজর এড়িয়ে আত্মগোপনে থেকেও আন্দোলন-সংগ্রাম ও সংগঠনের কাজ পরিচালনা করতে হয়েছে।

একবার আত্মগোপনে থাকার সময়েই তার পরিচয় গোপন করার উদ্দেশে তাকে সবাই কাকাবাবু নামে সম্বোধন করা শুরু করেন। আর এই থেকে কমরেড মুজাফফর আহমেদ সবার কাছে কাকাবাবু হয়ে ওঠেন।’

ভারতের কম্যুনিস্ট আন্দোলনের অন্যতম পথিকৃত প্রয়াত কমরেড মুজাফফর আহমেদের ১৩৩তম জন্মদিনে তারই সতীর্থ কমরেড বিমান বসুর এই উত্তর সম্পাদকীয়র সপ্তাহ খানেক আগে, তারই দলের আরেক সদস্য প্রয়াত অনিল বিশ্বাসের কন্যা অজন্তা বিশ্বাস তৃণমূলের দৈনিক মুখপত্র জাগো বাংলায় উত্তর সম্পাদকীয় লিখে দলকে বিড়ম্বনায় ফেলেছেন। ওই লেখায় দলের সময়োপযোগী না হয়ে উঠতে পারার ব্যর্থতা, রাজ্যের বিধানসভায় সিপিএমের আসন শূন্য হয়ে যাওয়া থেকে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় গান পর্যন্ত করা হয়েছে।

অজন্তা বিশ্বাসের লেখার পর বিমান বসুর এই লেখা, স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতেই পারে, যারা পার্টির লাইনের বাইরে গিয়ে কথা বলছেন, প্রচার করছেন সেইসব অজান্তাদের উদ্দেশ্যে বিমানের এই পরামর্শ কিনা।

এ বিভাগের আরো খবর