বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বুস্টার স্থগিত করুন, দরিদ্রদের টিকা দিন: ডব্লিউএইচও

  •    
  • ৫ আগস্ট, ২০২১ ১৩:১৬

বিশ্বের বিভিন্ন অঞ্চলে করোনাভাইরাসের রূপ পরিবর্তিত অধিক সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্টের বিস্তার আশঙ্কাজনকভাবে বাড়ছে। এ অবস্থায় ইসরায়েল, জার্মানিসহ বেশ কয়েকটি দেশ করোনা প্রতিরোধী টিকার তৃতীয় ডোজ দেয়ার কথা জানিয়েছে।

করোনাভাইরাস প্রতিরোধে টিকার ‘বুস্টার শট’ হিসেবে তৃতীয় ডোজ দেয়ার পরিকল্পনা স্থগিতের আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। দরিদ্র দেশগুলোতে টিকার পর্যাপ্ত সরবরাহ নিশ্চিতে বিশ্বনেতাদের প্রতি এ আহ্বান জানানো হয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, অন্তত অক্টোবরের আগ পর্যন্ত করোনা টিকার বুস্টার ডোজ কর্মসূচি শুরু না করার আহ্বান জানিয়েছেন ডব্লিউএইচওর মহাপরিচালক টেড্রোস আধানম।

তার মতে, এ কর্মসূচি স্থগিত রাখলে সবগুলো দেশে মোট জনগোষ্ঠীর কমপক্ষে ১০ শতাংশকে অন্তত এক ডোজ করে টিকা দেয়া সম্ভব হবে।

বিশ্বের বিভিন্ন অঞ্চলে করোনাভাইরাসের রূপ পরিবর্তিত অধিক সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্টের বিস্তার আশঙ্কাজনকভাবে বাড়ছে। এ অবস্থায় ইসরায়েল, জার্মানিসহ বেশ কয়েকটি দেশ করোনা প্রতিরোধী টিকার তৃতীয় ডোজ দেয়ার কথা জানিয়েছে।

অথচ দরিদ্র দেশগুলোর সিংহভাগ মানুষ এক ডোজ টিকাও পাচ্ছে না বলে সতর্ক করেছে ডব্লিউএইচও।

ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, পর্যাপ্ত সরবরাহ না থাকায় স্বল্প আয়ের দেশগুলোতে প্রতি ১০০ জনে টিকাগ্রহীতার হার মাত্র দেড় শতাংশ।

আধানম জানান, এ চিত্র পাল্টাতে হলে টিকার বড় অংশ এখন পাঠাতে হবে স্বল্প আয়ের দেশগুলোতে।

তিনি বলেন, ‘সব সরকারই চাইছে নিজ দেশের মানুষের নিরাপত্তা আগে নিশ্চিত করতে। তাদের উদ্বেগ আমরা বুঝি। কিন্তু যেসব দেশে সবচেয়ে বেশি টিকা নিয়েছে, তারাই আরও বেশি টিকা নেবে, এটা কিছুতেই গ্রহণযোগ্য নয়।’

উচ্চ ও স্বল্প আয়ের দেশগুলোতে টিকার ভারসাম্যহীনতা বাড়তে থাকার মধ্যেই এ সতর্কবার্তা দিল ডব্লিউএইচও। সেপ্টেম্বরের মধ্যে বিশ্বের প্রতিটি দেশের অন্তত ১০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনতে চেয়েছিল সংস্থাটি। কিন্তু টিকা কার্যক্রমের বর্তমান ধারা বজায় থাকলে তা অসম্ভব।

লাতিন আমেরিকার দেশ হাইতি আর আফ্রিকার কঙ্গো প্রজাতন্ত্রে একজন ব্যক্তিও দুই ডোজ করে টিকা পাননি।

আওয়ার ওয়ার্ল্ড ইন ডেটার তথ্য অনুযায়ী, গত কয়েক মাসে ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক সংক্রমণে বিপর্যস্ত দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় দুই ডোজ টিকা নিয়েছে মোট জনগোষ্ঠীর মাত্র সাত দশমিক নয় শতাংশ।

অথচ এরই মধ্যে ষাটোর্ধ্বদের তৃতীয় ডোজ দিতে শুরু করেছে ইসরায়েল। শিগগিরই বুস্টার শট দেয়ার পরিকল্পনা মঙ্গলবার ঘোষণা করেছে জার্মানি। ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীকে সেপ্টেম্বর নাগাদ তৃতীয় ডোজ দেয়া শুরু করতে চায় যুক্তরাজ্য।

করোনা টিকার বুস্টার শট নিয়ে যুক্তরাষ্ট্র কোনো পরিকল্পনার ঘোষণা এখনও দেয়নি। তবে হোয়াইট হাউজ বুধবার নিশ্চিত করেছে যে আমেরিকান জনগোষ্ঠীকে দুই ডোজ দেয়ার পরেও তৃতীয় ডোজ দেয়ার মতো টিকা মজুত আছে তাদের।

ধনী দেশগুলোতে শিশু-কিশোরদের টিকা দেয়ার পরিকল্পনা স্থগিত রেখে অতিরিক্ত ডোজ দান করতে গত মে মাসেও আহ্বান জানান ডব্লিউএইচও প্রধান।

বিশ্বের দরিদ্র দেশগুলোতে টিকার সুষম বণ্টন নিশ্চিতে জাতিসংঘের কোভ্যাক্স কর্মসূচির আওতায় আরও টিকা প্রয়োজন বলেও জানিয়েছেন তিনি।

এ বিভাগের আরো খবর