আরব সাগরে সংযুক্ত আরব আমিরাতের জলসীমা থেকে একটি তেলের ট্যাংকার ছিনতাই হয়েছে।
যুক্তরাজ্যের নৌপথে বাণিজ্যবিষয়ক সংস্থা মঙ্গলবার ট্যাংকারটি ছিনতাই হয়েছে বলে শঙ্কা জানায়। পরে আরব আমিরাতের জলসীমা নিরাপত্তার তিনটি সূত্র বিষয়টি নিশ্চিত করে।
সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, ছিনতাইয়ের শিকার ‘অ্যাসফল্ট প্রিন্সেস’ ট্যাংকারটি বিটুমিন নিয়ে হরমুজ প্রণালির দিকে যাচ্ছিল। পানামার পতাকা ছিল সেটিতে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, অ্যাসফল্ট প্রিন্সেসে নয়জন সশস্ত্র দুর্বৃত্ত অবস্থান করছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, ট্যাংকার ছিনতাইয়ের ঘটনায় ইরান সমর্থিত মিলিশিয়াদের সন্দেহ করা হলেও অভিযোগ প্রত্যাখ্যান করেছে তেহরান।
ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজের খবরে বলা হয়, দেশটির সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র আব্দুলফজল শেকারচি এ ঘটনায় তেহরানকে দায়ী করার নিন্দা জানিয়েছেন।
তিনি বলেন, ‘সাগরে এসব ঘটনা আর পারস্য উপসাগরে জাহাজ ছিনতাইয়ের মতো বিষয়গুলো এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ। ইরানের বিরুদ্ধে এসব অভিযোগ নতুন ধরনের রাজনৈতিক হঠকারিতা মাত্র।’
আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যে ইরানের নেতিবাচক তৎপরতা বাড়ছে বলে অভিযোগ করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান।
তিনি বলেন, ‘পুরো অঞ্চলকে ভীতসন্ত্রস্ত করে রেখেছে ইরান।’
ইরানের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী সৌদির দাবি, ইয়েমেনে হুতি বিদ্রোহীদের অস্ত্র সরবরাহ ও লেবাননের রাজনৈতিক অচলাবস্থার সঙ্গে সরাসরি যুক্ত তেহরান।
যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের উদ্বেগ
জাহাজ ছিনতাইয়ের বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। নজর রাখার জন্য পারস্য উপসাগরে কমপক্ষে একটি নৌযান অ্যাসফল্ট প্রিন্সেসের কাছাকাছি নেয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী।
জাহাজ ছিনতাইয়ের বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছে যুক্তরাজ্যও। দেশটির নৌপথে বাণিজ্যবিষয়ক সংস্থা ইউকেএমটিও আরব আমিরাতের ফুজাইরা উপকূলের ৬০ নটিক্যাল মাইল পর্যন্ত এলাকার মধ্যে চলাচলরত জাহাজগুলোকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
গত সপ্তাহেই ওমান উপসাগরে ইসরায়েলের একটি ট্যাংকারে হামলার ঘটনায় উত্তেজনা বাড়ে অঞ্চলটিতে। ওই হামলায় দুই ক্রু নিহত হন।
হামলার ঘটনায় ইরানকে দায়ী করে নিন্দা জানায় ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। সে অভিযোগও প্রত্যাখ্যান করেছে ইরান।