বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অবশেষে বিচ্ছিন্ন বিল-মেলিন্ডা

  •    
  • ৩ আগস্ট, ২০২১ ১৮:৩৭

গেটস দম্পতি জানান, নিজেদের বৈবাহিক সম্পদ কীভাবে ভাগ হবে, সে বিষয়ে তারা একটি চুক্তিতে পৌঁছেছেন। অবশ্য ওই চুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্রের সিয়াটল শহরের কিং কাউন্টি সুপিরিয়র কোর্টের বিচ্ছেদের চূড়ান্ত আদেশে কিছু বলা হয়নি।

মাইক্রোসফট করপোরেশনের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস ও তার স্ত্রী মেলিন্ডা ফ্রেঞ্চ গেটসের বিচ্ছেদ আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়েছে।

যুক্তরাষ্ট্রের এক আদালতের নথিতে স্থানীয় সময় সোমবার এমনটাই বলা হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।

৬৫ বছর বয়সী বিল গেটস বিশ্বের চতুর্থ শীর্ষ ধনী। অন্যদিকে মাইক্রোসফটের সাবেক ব্যবস্থাপক ৫৬ বছর বয়সী মেলিন্ডা বৈশ্বিক স্বাস্থ্য ইস্যু ও নারীদের সমঅধিকার প্রতিষ্ঠায় সোচ্চার।

২৭ বছর বৈবাহিক জীবন কাটিয়ে চলতি বছরের ৩ মে বিচ্ছেদের আবেদন করেছিলেন বিল ও মেলিন্ডা।

বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেও নিজেদের জনহিতৈষীমূলক কর্মকাণ্ডে এর কোনো প্রভাব পড়বে না বলে সে সময়ই অঙ্গীকার করেন এই দম্পতি।

বিশ্বের অন্যতম বৃহৎ ব্যক্তিগত দাতব্য সংস্থা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের কাজ আগের মতোই একসঙ্গে করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ তারা।

গেটস দম্পতি জানান, নিজেদের বৈবাহিক সম্পদ কীভাবে ভাগ হবে, সে বিষয়ে তারা একটি চুক্তিতে পৌঁছেছেন।

অবশ্য ওই চুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্রের সিয়াটল শহরের কিং কাউন্টি সুপিরিয়র কোর্টের বিচ্ছেদের চূড়ান্ত আদেশে কিছু বলা হয়নি।

কোর্টের আদেশে বলা হয়, বিচ্ছেদ চুক্তির শর্ত অবশ্যই বিল-মেলিন্ডা দম্পতিকে মেনে চলতে হবে।

২০০০ সালে পথ চলতে শুরু করা সিয়াটলভিত্তিক বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন বৈশ্বিক জনস্বাস্থ্য খাতে অল্প সময়ে বিশ্বের অন্যতম শক্তিশালী ও প্রভাবশালী দাতব্য সংস্থায় পরিণত হয়।

বিল ও মেলিন্ডার ম্যালেরিয়া ও পোলিও নির্মূল, শিশু পুষ্টি ও টিকাদান কর্মসূচি বিশ্বজুড়ে ব্যাপক প্রশংসা পায়।

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও নারী অধিকার প্রচারে বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন ৫ হাজার কোটি ডলারের বেশি অর্থ দান করে।

বিচ্ছেদের সিদ্ধান্ত নেয়ার পর যৌথ এক বিবৃতিতে এই দম্পতি বলেছিলেন, ‘অনেক ভেবে-চিন্তে এবং সম্পর্কের অনেক খুঁটিনাটি বিষয় খতিয়ে দেখে আমরা বৈবাহিক জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘গত ২৭ বছরে আমরা দুর্দান্ত তিন সন্তানকে বড় করেছি এবং একটি ফাউন্ডেশন গড়ে তুলেছি, যা বিশ্বব্যাপী সব শ্রেণি-পেশার মানুষকে স্বাস্থ্যকর, কর্মক্ষম জীবনযাপনে সক্ষম করে তুলতে কাজ করছে।’

গেটস দম্পতির বিচ্ছেদ সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের শীর্ষস্থানীয় ধনীদের বৈবাহিক সম্পর্কের ইতি টানার দ্বিতীয় ঘটনা।

ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্স অনুযায়ী বর্তমানে বিশ্বের শীর্ষ ধনী জেফ বেজোস ও ম্যাকেঞ্জি স্কট ২০১৯ সালে বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন।

এ দম্পতির বিচ্ছেদে সম্পদের ভাগাভাগিতে রাতারাতি বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বনে যান ম্যাকেঞ্জি।

এ বিভাগের আরো খবর