বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

তালেবানের বিরুদ্ধে নির্বিচার হত্যার অভিযোগ

  •    
  • ৩ আগস্ট, ২০২১ ১২:৪৭

স্পিন বোলদাক এলাকায় তালেবানের প্রতিহিংসাপরায়ণ হত্যাযজ্ঞের খবর জানায় আফগানিস্তানের স্বাধীন মানবাধিকার কমিশন। অঞ্চলটিতে এ পর্যন্ত কমপক্ষে ৪০ জন বেসামরিক আফগানকে হত্যার খবর জানিয়েছে সংগঠনটি।

আফগানিস্তানের কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক শহরে তালেবানের সহিংসতায় অর্ধশত বেসামরিক আফগান নিহত হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

পাকিস্তান সীমান্তবর্তী সশস্ত্র গোষ্ঠীটির বিরুদ্ধে ‘বেসামরিক গণহত্যা ও যুদ্ধাপরাধের’ অভিযোগও তুলেছে পশ্চিমা দেশগুলো।

আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, আফগানিস্তানের দক্ষিণের এ শহরের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারে লড়াই করছে দেশটির সেনাবাহিনী। কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ সীমান্ত শহরটি সম্প্রতি দখল করে তালেবান।

স্পিন বোলদাক এলাকায় তালেবানের প্রতিহিংসাপরায়ণ হত্যাযজ্ঞের খবর জানায় আফগানিস্তানের স্বাধীন মানবাধিকার কমিশন। স্পিন বোলদাকে এ পর্যন্ত কমপক্ষে ৪০ জন বেসামরিক আফগানকে হত্যার খবর জানিয়েছে সংগঠনটি।

এরপরই বিষয়টির নিন্দা জানিয়ে টুইট করা হয় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পক্ষ থেকে।

স্পিন বোলদাকের পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সোমবার আলাদা বিবৃতিতে ওয়াশিংটন ও লন্ডনের পক্ষ থেকে বলা হয়, প্রতিহিংসাবশত বিপুলসংখ্যক বেসামরিক মানুষকে হত্যা করেছে তালেবান। যুদ্ধাপরাধের পর্যায়ে গড়িয়েছে তাদের এসব হত্যাকাণ্ড।

বিবৃতিতে উল্লেখ করা হয়, তালেবান যোদ্ধাদের এসব অপরাধের জন্য সংগঠনটির নেতাদের অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে। যদি তারা এখনই তাদের যোদ্ধাদের নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে পরবর্তী সময়ে শাসনব্যবস্থায় যুক্ত হওয়ার কোনো অধিকার তাদের নেই।

এর প্রতিক্রিয়ায় কাতারের রাজধানী দোহায় চলমান শান্তি আলোচনায় তালেবান প্রতিনিধি দলের সদস্য সুহাইল শাহীন বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘ভিত্তিহীন অভিযোগ’ করা হয়েছে এসব টুইটে।

যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক জোটের পূর্ণাঙ্গ সেনা প্রত্যাহারের মুখে আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে আগ্রাসী হয়ে উঠছে তালেবান। মে থেকে কয়েক মাসে দখলে নিয়েছে দেশটির ৪১৯ জেলার অর্ধেকের বেশি।

ইরান, তাজিকিস্তান, পাকিস্তানসহ বিভিন্ন দেশের সঙ্গে আফগানিস্তানের গুরুত্বপূর্ণ কয়েকটি সীমান্ত নিরাপত্তা চৌকি, বর্ডার ক্রসিংও নিয়ন্ত্রণে নিয়েছে তালেবান।

এ বিভাগের আরো খবর