আফগানিস্তান সংকটের রাজনৈতিক সমাধানের লক্ষ্যে দেশটির শীর্ষ রাজনীতিকদের আলোচনার টেবিলে বসাতে চেয়েছিল পাকিস্তান। তবে আফগান সরকারের আচরণে হতাশ হয়ে সে পরিকল্পনা বাতিল করেছে ইসলামাবাদ।
নীরবেই এ উদ্যোগ থেকে সরে দাঁড়ানোর খবর পাকিস্তানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সোমবার নিশ্চিত করেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডন।
ডনের প্রতিবেদনে জানানো হয়, প্রতিবেশী রাষ্ট্রের শীর্ষ রাজনীতিকদের নিয়ে শান্তি আলোচনা আয়োজনের পরিকল্পনা করেছিল ইসলামাবাদ। ১৭ থেকে ১৯ জুলাই পর্যন্ত এ আলোচনা হওয়ার কথা ছিল।
আফগানিস্তানের সাবেক প্রধান নির্বাহী আব্দুল্লাহ আব্দুল্লাহসহ ২১ জন শীর্ষ নেতাকে আলোচনায় অংশ নিতে আমন্ত্রণ জানায় পাকিস্তান সরকার। আমন্ত্রণ গ্রহণও করেন অনেকে।
তবে আমন্ত্রণ জানানো হয়নি সশস্ত্র গোষ্ঠী তালেবানকে।
শেষ মুহূর্তে অনেকের আমন্ত্রণ প্রত্যাখ্যান করা এবং আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির সমালোচনার কারণে পরিকল্পনা স্থগিত হয়। উজবেকিস্তানে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে এক বৈঠকে আফগান প্রেসিডেন্ট আলোচনাটি বাতিলের অনুরোধ করেন বলেও জানিয়েছে ডন।
প্রাথমিকভাবে আলোচনা স্থগিতের কথা জানিয়েছিল প্রশাসন। কারণ হিসেবে একই সময়ে কাতারের রাজধানী দোহায় তালেবানের প্রতিনিধিদের সঙ্গে আফগান নেতাদের বৈঠকের কথা বলা হয়েছিল। একই সঙ্গে আফগানিস্তানের বিভিন্ন পক্ষের মধ্যে সমঝোতা গড়ে তুলতে সহযোগিতার জন্য আফগান নেতাদের প্রত্যাশার কথাও শুনতে চেয়েছিল ইসলামাবাদ।
নাম প্রকাশে অনিচ্ছুক পাকিস্তানি এক কর্মকর্তা ডনকে বলেন, ‘পাকিস্তানের কর্মকর্তাদের সঙ্গে আলাদাভাবে কথা বলেছেন অনেক আফগান নেতা। তাদের একেকজনের দাবি একেক রকম। আমরা ভেবেছিলাম যে তাদের সাধারণ চাওয়াগুলোকে এক করে একটি লক্ষ্য নির্ধারণে সহায়ক হতে পারে এ সম্মেলন।’
কিন্তু সে প্রচেষ্টা ভেস্তে যাওয়ার পর আফগানিস্তান ইস্যুতে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে একটি আঞ্চলিক সম্মেলনের বিষয়ে ভাবছে ইসলামাবাদ।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাহিদ হাফিজ চৌধুরী বলেন, ‘আফগানিস্তানে কারও প্রতি আমাদের পক্ষপাতিত্ব নেই। সংঘাতকবলিত আফগানদের নিজেদের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেয়া উচিত বলে আমরা মনে করি। এ জন্য শান্তি আলোচনায় বসতে তাদের গঠনমূলক সহযোগিতা করতে চাই আমরা।’
তালেবানকে মদদ দেয়ার অভিযোগে পাকিস্তানের সঙ্গে অনেক আগে থেকেই কূটনৈতিক দ্বন্দ্ব রয়েছে আফগান সরকারের। তবে সে অভিযোগ বরাবরই প্রত্যাখ্যান করে এসেছে পাকিস্তান।