জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি বৈঠকে সভাপতিত্ব করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ভার্চুয়াল বৈঠকটিতে রাজধানী নয়াদিল্লি থেকে নেতৃত্ব দেবেন তিনি।
দেশটির ৭৫ বছরের ইতিহাসে কোনো প্রধানমন্ত্রী ১৫ সদস্য বিশিষ্ট নিরাপত্তা পরিষদের অধিবেশনে এবারই প্রথম নেতৃত্ব দিতে যাচ্ছেন।
জাতিসংঘে ভারতের সাবেক স্থায়ী প্রতিনিধি সৈয়দ আকবরউদ্দিনের বরাত দিয়ে রোববার এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এএনআই।
তাদের প্রতিবেদনে বলা হয়, আগস্টজুড়ে নিরাপত্তা পরিষদে সভাপতিত্ব করবে ভারত। চলতি বছরের ১ জানুয়ারি থেকে দুই বছরের জন্য নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে যাত্রা শুরু করে ভারত।
এরপর এবারই প্রথম পরিষদটির নেতৃত্বভার পেয়েছে নয়াদিল্লি। প্রতি মাসে পর্যায়ক্রমে নেতৃত্বের পালাবদলের ধারাবাহিকতায় জুলাইয়ের শেষ দিন শনিবার ভারতকে দায়িত্ব হস্তান্তর করে ফ্রান্স।
১ আগস্ট থেকে দায়িত্ব পেলেও নিরাপত্তা পরিষদের সভাপতি হিসেবে ভারতের প্রথম কার্যদিবস সোমবার। সভাপতিত্বের মাসজুড়ে জলসীমা নিরাপত্তা, শান্তিরক্ষা ও সন্ত্রাসবাদবিরোধী বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে বৈঠকে নেতৃত্ব দেবে ভারত।
পুরো বিষয়টিকে সামনে থেকে বিশ্বনেতৃত্বে ভারতের অংশগ্রহণের আভাস উল্লেখ করে বর্তমানে কৌটিল্য স্কুল অফ পাবলিক পলিসির ডিন আকবরউদ্দিন বলেন, ‘বৈঠকটি ভার্চুয়াল হলেও এমন বৈঠক এবারই প্রথম। এটা ঐতিহাসিক একটা ঘটনা।
‘শেষবার ১৯৯২ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী নরসিমা রাও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি বৈঠকে অংশ নিয়েছিলেন।’
জাতিসংঘে ভারতের দূত টিএস তিরুমূর্তি জানান, চলতি মাসে সিরিয়া, ইরাক, সোমালিয়া, ইয়েমেন, লেবানন ও মালিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বৈঠক হবে ভারতের সভাপতিত্বে।
এ বিষয়ে সোমবার নিউইয়র্কে জাতিসংঘের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নিরাপত্তা পরিষদের আগামী এক মাসের কার্যবিবরণী জানাবেন তিরুমূর্তি।
পালাক্রমে ২০২২ সালের ডিসেম্বরে আবার নিরাপত্তা পরিষদের সভাপতিত্বে ফিরবে ভারত। ওই মাসেই পরিষদে দেশটির অস্থায়ী সদস্যপদের মেয়াদ শেষ হবে।