বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আফগানিস্তানে জাতিসংঘের স্থাপনায় হামলা, নিহত ১

  •    
  • ৩১ জুলাই, ২০২১ ১৭:৩৬

আফগানিস্তানে জাতিসংঘের মহাসচিবের বিশেষ প্রতিনিধি ডেবোরাহ লিয়ন্স বলেন, ‘জাতিসংঘের ওপর এ ধরনের হামলা অত্যন্ত ঘৃণ্য। আমরা এর তীব্র নিন্দা জানাই। আফগানিস্তানের সরকারবিরোধী সংগঠন এ হামলা চালিয়েছে। অপরাধীদের শনাক্ত করে বিচারের আওতায় আনা উচিত।’

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে জাতিসংঘের স্থাপনায় হামলায় পুলিশের এক সদস্য প্রাণ হারিয়েছেন।

শুক্রবার এ ঘটনা ঘটে বলে দেশটির কর্মকর্তাদের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি

আফগানিস্তান থেকে বিদেশি সেনা সরে যাওয়ার প্রক্রিয়া শুরুর পর থেকেই দেশটি দখলে মে মাসের শুরু থেকেই তৎপরতা চালায় তালেবান। এ নিয়ে আফগান নিরাপত্তা বাহিনীর সঙ্গে প্রতিদিনই তাদের সংঘর্ষ বাধছে।

সম্প্রতি আফগানিস্তানের বেশ কয়েকটি জেলা এবং গুরুত্বপূর্ণ কয়েকটি বর্ডার ক্রসিং নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে তালেবান।

হেরাতের কয়েকটি জেলাও এখন সংগঠনটির দখলে।

শুক্রবার হেরাত প্রদেশের রাজধানী হেরাতের উপকণ্ঠে তালেবানের সঙ্গে আফগান নিরাপত্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষ বাধে।

আফগান বাহিনীর প্রতিরোধের মুখে সংঘর্ষের একপর্যায়ে পিছু হটতে বাধ্য হয় তালেবান।

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশন (ইউএনএএমএ) এক বিবৃতিতে জানায়, ওই সংঘর্ষের সময় হেরাতে জাতিসংঘের মূল স্থাপনায় কয়েকটি গ্রেনেড ও গোলা আঘাত হানে।

আফগানিস্তানে জাতিসংঘের মহাসচিবের বিশেষ প্রতিনিধি ডেবোরাহ লিয়ন্স বলেন, ‘জাতিসংঘের ওপর এ ধরনের হামলা অত্যন্ত ঘৃণ্য। আমরা এর তীব্র নিন্দা জানাই।

‘আফগানিস্তানের সরকারবিরোধী সংগঠন এ হামলা চালিয়েছে। অপরাধীদের শনাক্ত করে বিচারের আওতায় আনা উচিত।’

হেরাতে জাতিসংঘের কার্যালয় যেখানে রয়েছে, মূলত সেই অঞ্চলে শুক্রবার তালেবান ও আফগান নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়।

এদিকে আফগানিস্তানে জাতিসংঘের স্থাপনায় হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র।

দেশটির জাতীয় নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা জেইক সালিভান আফগান সরকার ও তালেবানের প্রতি শান্তি আলোচনা ফের শুরুর আহ্বান জানিয়ে এক বিবৃতিতে বলেন, ‘জাতিসংঘ একটি বেসামরিক সংস্থা।

‘আফগান জনগণের অধিকার প্রচার এবং মানবিক ও উন্নয়নমূলক সহায়তা দেয়াই এই সংস্থার কাজ। সেখানে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসও ওই হামলার নিন্দা জানিয়েছেন।

বিদেশি কর্মকর্তা বা কূটনীতিকদের লক্ষ্য করে হামলা না চালানোর আশ্বাস তালেবান বারবার দিলেও এর আগেও আন্তর্জাতিক প্রটোকল চরমভাবে লঙ্ঘন করেছে সংগঠনটি।

শুক্রবারের হামলার বিষয়ে প্রাদেশিক গভর্নরের মুখপাত্র জাইলানি ফরহাদ বলেন, ‘গত রাতে হেরাত প্রদেশের গুজারা জেলার হেরাত শহরের কাছে হামলা চালায় তালেবান যোদ্ধারা।

‘আফগান নিরাপত্তা বাহিনী তাদের শহর থেকে হটাতে সক্ষম হয়েছে। তবে দুর্ভাগ্যজনকভাবে নিরাপত্তা বাহিনীর চার সদস্য ওই সময় নিহত হয়।’

ফরহাদ জানান, গুজারায় তালেবানদের সঙ্গে আফগান বাহিনীর বিক্ষিপ্ত সংঘর্ষ থামেনি। এখন পর্যন্ত সংঘর্ষে প্রায় ৪০ জনের মতো তালেবান যোদ্ধা নিহত হয়েছে।

এ বিভাগের আরো খবর