বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আফগানিস্তানে আকস্মিক বন্যায় প্রাণ গেল ৪০ জনের

  •    
  • ২৯ জুলাই, ২০২১ ১৮:৪৫

আফগানিস্তানের দুর্যোগ মোকাবিলা মন্ত্রণালয়ের মুখপাত্র সামিউল্লাহ জারবি বলেন, ‘প্রাথমিক তথ্য অনুযায়ী আকস্মিক বন্যায় ৬০টি ঘর ভেঙে পড়েছে। প্রায় ১০০ মানুষ নিখোঁজ রয়েছে।’

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাহাড়ি নুরিস্তান প্রদেশে আকস্মিক বন্যায় কমপক্ষে ৪০ জনের মৃত্যু হয়েছে। সেখানে অর্ধশতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়।

দেশটির নুরিস্তান প্রদেশের তালেবাননিয়ন্ত্রিত কামদেশ জেলায় বৃহস্পতিবার ভোররাতে এসব ঘটনা ঘটে বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।

সম্প্রতি নুরিস্তান তালেবানের নিয়ন্ত্রণে যাওয়ায় ওই অঞ্চল থেকে বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া কঠিন হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন আফগানিস্তানের কর্মকর্তারা।

দেশটির দুর্যোগ মোকাবিলা মন্ত্রণালয়ের মুখপাত্র সামিউল্লাহ জারবি বলেন, ‘প্রাথমিক তথ্য অনুযায়ী আকস্মিক বন্যায় ৬০টি ঘর ভেঙে পড়েছে। প্রায় ১০০ মানুষ নিখোঁজ রয়েছে।’

প্রাদেশিক পরিষদের প্রধান সাদুল্লাহ পায়েন্দা জয় রয়টার্সকে জানান, ৪০ জনের মরদেহ পানি ও বাড়িঘরের ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করেছে গ্রামবাসী।

বন্যাকবলিত অঞ্চলে দেশি-বিদেশি সংস্থা মানবিক সহায়তা দিতে পারবে বলে জানিয়েছে তালেবান।

তালেবানের মুখপাত্র জাইবুল্লাহ মুজাহিদ বলেন, ‘গত রাতে ভয়াবহ বন্যায় গ্রামের অর্ধেক ঘর ভেসে যায়। ১০০-এর বেশি ঘর ছিল এখানে।

‘দুঃখজনকভাবে বন্যায় শতাধিক ব্যক্তি মারা গেছেন বা নিখোঁজ রয়েছেন।’

তিনি জানান, নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে গ্রামবাসীকে সহযোগিতা করছে তালেবান যোদ্ধারা।

নুরিস্তানের মতো দূরবর্তী বিচ্ছিন্ন অঞ্চলে জরুরি সেবা দিতে প্রায়ই হিমশিম খেতে হয় আফগানিস্তানকে।

তবে করোনা মহামারি এবং তালেবান ও আফগান নিরাপত্তা বাহিনীর সাম্প্রতিক সংঘর্ষের কারণে এই সেবা দেয়া কঠিন হয়ে পড়েছে।

গত মাসে আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে ভারী বর্ষণ ও বন্যায় কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়।

এ বিভাগের আরো খবর