বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিজেপির জন বার্লা আবার বিতর্কে

  •    
  • ২৯ জুলাই, ২০২১ ১৭:০১

অভিযোগকারী নারী সংবাদমাধ্যমকে জানান, পুরোনো সম্পর্কের সুযোগ নিয়েই সত্তরোর্ধ্ব ব্যবসায়ী জয়চাঁদ তাকে একাধিকবার ধর্ষণ করেছেন। বিজেপির ঘনিষ্ঠ এ ব্যবসায়ীর বিচার চাইতে তিনি প্রথমেই যান প্রতিমন্ত্রী বার্লার কাছে।

জমি কেলেঙ্কারির পর এবার ধর্ষণের অভিযুক্তকে আড়াল করার অভিযোগ উঠেছে বিজেপির সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লার বিরুদ্ধে। আলিপুরদুয়ারের এই সাংসদ একজন আদিবাসী নারীকে বিচার পাইয়ে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে সাহায্য করেননি বলে অভিযোগ উঠেছে।

বানারহাট থানায় বুধবার ডুয়ার্সের এক আদিবাসী নারী অভিযোগ দেন বিজেপি ঘনিষ্ঠ ব্যবসায়ী জয়চাঁদ আগরওয়ালের বিরুদ্ধে। ৩০ বছর বয়সী নারীকে শারীরিক নির্যাতন করার এ অভিযোগে পুলিশ জয়চাঁদকে গ্রেপ্তার করেছে। এ ঘটনাতেই জড়িয়ে গেছে প্রতিমন্ত্রী জন বার্লার নাম।

অভিযোগকারী নারী সংবাদমাধ্যমকে জানান, পুরোনো সম্পর্কের সুযোগ নিয়েই সত্তরোর্ধ্ব ব্যবসায়ী জয়চাঁদ তাকে একাধিকবার ধর্ষণ করেছেন। বিজেপির ঘনিষ্ঠ এ ব্যবসায়ীর বিচার চাইতে তিনি প্রথমেই যান প্রতিমন্ত্রী বার্লার কাছে। ঘটনা শুনে মন্ত্রী সাহায্য করার পরিবর্তে অভিযুক্তকেই আড়াল করতে ব্যস্ত হয়ে পড়েন। এরপরই তিনি বিচারের আশায় পুলিশের কাছে অভিযোগ দেন।

জলপাইগুড়ির পুলিশ সুপার দেবর্ষী দত্ত বলেন, ‘বানারহাট থানায় স্থানীয় ব্যবসায়ী জয়চাঁদ আগরওয়ালের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ দায়ের করেছেন এক আদিবাসী নারী। ওই নারী আমার কাছেও এসেছিলেন। নির্যাতিতার দাবি, পুলিশে অভিযোগ জানানোর আগে মন্ত্রী জন বার্লার কাছে গিয়েছিলেন। তিনি সহযোগিতা করেননি।’

পুলিশ অভিযুক্ত ব্যবসায়ীর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা নিয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের প্রয়োজনে প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলা হতে পারে বলে জানান জলপাইগুড়ির পুলিশ সুপার।

অভিযোগ সূত্রে জানা গেছে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ব্যবসায়ী জয়চাঁদ আদিবাসী নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক অব্যাহত রাখেন। বিয়ের কথা তুললে তিনি এড়িয়ে যেতেন। অসহায় নারী এ অবস্থাতেই সামাজিক স্বীকৃতি ও বিয়ের জন্য ব্যবসায়ীর ঘনিষ্ঠজনদের সহযোগিতা চান।

ঘটনার ব্যাপারে বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামী বলেন, ‘থানায় যে অভিযোগ দাখিল হয়েছে, পুলিশ তা খতিয়ে দেখুক। এর পেছনে কোনো রাজনৈতিক অভিসন্ধি থাকতে পারে। তদন্ত হলেই সবটা স্পষ্ট হবে।’

বক্তব্য জানতে কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লাকে কল করা হলে তিনি কয়েক দফা কল কেটে দেন।

বিজেপি সাংসদ জন বার্লা কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার আগে বঞ্চনার অভিযোগ তুলে উত্তরবঙ্গকে আলাদা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণার দাবি তুলে বিতর্কে জড়িয়ে ছিলেন। এরপর সরকারি জমি দখলের মতো গুরুতর অভিযোগে নাম জড়ায় তার।

এ বিভাগের আরো খবর