ভারতে জিনস পরার অপরাধে এক কিশোরীকে পিটিয়ে হত্যা করেছেন তার স্বজনরা।
১৭ বছর বয়সী ওই কিশোরীর নাম নেহা পাসওয়ান। উত্তর প্রদেশ রাজ্যের সাভরাজি খার্গ নামে এক গ্রামে তার বাড়ি।
নেহার মা শকুন্তলা দেবী বার্তা সংস্থা বিবিসিকে বলেন, জিনস পরার কারণে নেহার দাদা ও চাচা তাকে প্রচণ্ড মারধর করেন। নেহা জ্ঞান হারালে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য রিকশায় তোলা হয়। এরপর মায়ের সঙ্গে আর নেহার দেখা হয়নি। পরদিন স্থানীয় এক সেতু থেকে নেহার মরদেহ উদ্ধার করা হয়।
জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা শ্রীইয়াশ ত্রিপাঠি জানান, এ ঘটনায় নেহার দাদাসহ চারজনকে আটক করা হয়েছে। হত্যা ও প্রমাণ লোপাটের অভিযোগে তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ভারতে নারী নির্যাতনের ঘটনা বাড়ছে। নানা সময় এ ধরনের ঘটনার ভিডিও ভাইরাল হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।