ভারতের আসাম ও মিজোরাম সীমান্তে দুর্বৃত্তদের গুলিতে প্রাণ গেছে আসামের কমপক্ষে ছয় পুলিশ কর্মকর্তার। আহত হয়েছে আরও অর্ধশতাধিক নিরাপত্তা কর্মকর্তা।
টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়, কাচার জেলায় সোমবারের এ ঘটনায় উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য দুটির সীমান্ত এলাকায় অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে।
এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে শোক জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা।
দুই রাজ্যের সাংবিধানিক সীমানা সুরক্ষিত রাখতে গিয়ে ছয় সাহসী জওয়ান প্রাণ দিয়েছেন বলে উল্লেখ করেন তিনি। নিহতদের পরিবারের প্রতি জানান সমবেদনা।
দুই রাজ্যের সীমান্তে অব্যাহত গুলিবিনিময় চলছে বলে বনের ভেতরে অবস্থানরত আসামের এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা নিশ্চিত করেছেন।
এ ঘটনায় আসামের নিরাপত্তা বাহিনীর সদস্যদের দায়ী করেছে মিজোরাম রাজ্য সরকার। দাবি করেছে, নিরাপত্তা চৌকিতে গিয়ে উস্কানিমূলক আচরণ করেছিলেন আসামের এক পুলিশ সদস্য। সেখান থেকেই সংঘাতের শুরু।
মিজোরামের স্বরাষ্ট্রমন্ত্রী লালচামলিয়ানা বলেন, আসাম পুলিশের মহাপরিদর্শকের নেতৃত্বে আসামের প্রায় দুই শ সশস্ত্র পুলিশ সদস্য মিজোরামে জোরপূর্বক অনুপ্রবেশ করে।
প্রথমে তারা আধাসামরিক বাহিনী সিআরপিএফ কর্মকর্তাদের একটি নিরাপত্তা চৌকি পার হয় বাধা দেয়া সত্ত্বেও। এরপর তারা মিজোরাম পুলিশের একটি নিরাপত্তা চৌকি পার হয়, জাতীয় মহাসড়কে বিভিন্ন যানবাহনে ধাক্কা দেয়।
আসাম পুলিশের গুলির জবাবে মিজোরামের পুলিশ টিয়ার গ্যাস গ্রেনেড ছোঁড়ে বলেও জানান তিনি।
পরস্পরকে দোষারোপে টুইটারেও বাদানুবাদে জড়িয়েছেন আসাম মুখ্যমন্ত্রী শর্মা ও মিজোরামের জোরামথাঙ্গা। সংঘর্ষের ভিডিও প্রকাশ করে বিষয়টিতে তারা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর হস্তক্ষেপ কামনা করেন।
অথচ এর আগে আজই দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে তাদের সীমান্ত নিয়ে বিতর্ক অবসানের আহ্বান জানান অমিত শাহ। দুই মুখ্যমন্ত্রীই তখন সংকট সমাধান ও শান্তি রক্ষার আশ্বাস দেন বলে সূত্রের বরাতে জানা যায়।
মিজোরামের তিনটি জেলা আইজআওল, কোলাসিব ও মামিতের মোট ১৬৪ দশমিক ছয় কিলোমিটার সীমান্ত রয়েছে আসামের কাচার, হাইলাকান্দি ও করিমগঞ্জ জেলার।
রাজ্য দুটির মধ্যে সীমান্ত নিয়ে সংঘাতের ইতিহাস কয়েক দশকের। প্রতিবারই দুই পক্ষের নিরাপত্তারক্ষী ও স্থানীয়রা পরস্পরের প্রতি অনুপ্রবেশের অভিযোগ তোলে। মাত্র এক মাস আগেও বিবাদে জড়িয়েছিল তারা।
সীমানা নির্ধারণ বিতর্কের অবসানে সীমান্তবিষয়ক একটি কমিশন গঠন করেছে মিজোরাম রাজ্য সরকার।
প্রতিবেশী মেঘালয় আর অরুণাচল প্রদেশের সঙ্গে সীমানা নিয়ে বিতর্ক রয়েছে আসামের।