বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

তৃণমূলের অভিষেকের ছবি টুইট কংগ্রেসের, জোটের বার্তা

  •    
  • ২৫ জুলাই, ২০২১ ১৯:৪৭

প্রশ্ন উঠেছে, তবে কি লোকসভা নির্বাচনের লক্ষ্যে তৃণমূলের সঙ্গে বন্ধুত্বের বার্তা পেগাসাস ইস্যুতেই দিয়ে দিল কংগ্রেস? না হলে অন্য দলের নেতার ছবি দিয়ে বিজেপিকে আক্রমণ করা কংগ্রেসি রীতিতে কার্যত নজিরবিহীন।

পেগাসাসকাণ্ডে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি টুইট করে মোদি সরকারকে বিঁধেছে কংগ্রেস।

নিজেদের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে অভিষেককেই সমর্থন জানিয়েছে কংগ্রেস।

একই সঙ্গে আক্রমণ শানানো হয়েছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ‘ক্রোনোলজির’ তত্ত্বকে, যা শেয়ার করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সংসদ সদস্য ডেরেক ও’ ব্রায়েন।

রোববার কংগ্রেসের টুইটার অ্যাকাউন্ট থেকে অভিষেকের ছবি দিয়ে লেখা হয়, 'আপনারা ক্রোনোলজিটা বুঝুন। পেগাসাস স্পাইওয়্যারের টার্গেট কে?

‘মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। কখন? ২০২১ সালে। কেন? পশ্চিমবঙ্গের নির্বাচন। মোদি সরকারের নিরাপত্তাহীনতা সীমাহীন।’

এ টুইট সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে।

প্রশ্ন উঠেছে, তবে কি লোকসভা নির্বাচনের লক্ষ্যে তৃণমূলের সঙ্গে বন্ধুত্বের বার্তা পেগাসাস ইস্যুতেই দিয়ে দিল কংগ্রেস? না হলে অন্য দলের নেতার ছবি দিয়ে বিজেপিকে আক্রমণ করা কংগ্রেসি রীতিতে কার্যত নজিরবিহীন।

সোমবার দিল্লিতে পা রাখছেন তৃণমূল নেত্রী মমতা।

তার আগে থেকেই অবশ্য পেগাসাস নিয়ে দেশজুড়ে সাড়া ফেলেছে তৃণমূল।

বাকি বিরোধীদের সঙ্গে নিয়ে সংসদে নরেন্দ্র মোদির সরকারকে রীতিমতো চেপে ধরেছে পশ্চিমবঙ্গের শাসক দল।

অভিযোগ উঠেছে, দেশের সাংবাদিক, সুপ্রিম কোর্টের বিচারপতি, কেন্দ্রীয় মন্ত্রীদের পাশাপাশি তৃণমূল নেতা অভিষেক ও ভোটকুশলী প্রশান্ত কিশোরের ফোনেও আড়ি পাতা হয়েছে।

আর মমতার দিল্লি সফরের আগে সেই বিষয়ে তৃণমূলের পাশে দাঁড়াল কংগ্রেস।

শুধু দাঁড়াল না, পেগাসাস ইস্যুতে অভিষেকের ছবি পোস্ট করা হলো কংগ্রেসের টুইটার অ্যাকাউন্ট থেকে।

টুইটারে লেখা হয়েছে, ‘শত্রুকে সব সময় কাছে রাখতে হয়, এ প্রবাদ মেনে চলছেন নরেন্দ্র মোদি।’ সঙ্গে রয়েছে অভিষেকের ছবি।

২০২৪ সালের লোকসভা নির্বাচনে মোদিকে গদিচ্যুত করতে কোমর বেঁধে নেমেছেন মমতা।

২১ জুলাই শহীদ দিবসের ভাষণে তিনি বলেন, ‘এখন থেকে বিজেপিবিরোধী জোট বাঁধতে হবে।’

ওই দিনের ভার্চুয়াল মঞ্চ থেকে এনসিপি নেতা শারদ পাওয়ার, কংগ্রেস নেতা পি চিদাম্বরমদের কাছে মমতার প্রস্তাব ছিল- বিজেপিবিরোধী নেতাদের নিয়ে বৈঠক ডাকা হোক৷

সেই বৈঠক হলে সেখানে যে মধ্যমণি হবেন মমতা, তা মোটামুটি স্পষ্ট।

এরই মধ্যে কংগ্রেস যেভাবে অভিষেকের ছবি টুইট করল, তাতে বন্ধুত্বের বার্তাই স্পষ্ট বলে মনে করছে রাজনৈতিক মহল।

তৃণমূলের সংসদ সদস্য সৌগত রায় এ বিষয়ে বলেন, ‘কংগ্রেসকে ধন্যবাদ তারা পেগাসাস ইস্যুতে অভিষেকের পাশে দাঁড়িয়েছে।’

অবশ্য প্রাদেশিক কংগ্রেসের সাবেক সভাপতি প্রদীপ ভট্টাচার্য বলেন, ‘এটা ইস্যুভিত্তিক সমর্থন। জোট নিয়ে এখনই কিছু বলার সময় আসেনি।’

কংগ্রেস-তৃণমূলের এ ‘বন্ধুত্বকে’ কটাক্ষ করেছে বিজেপি।

বিরোধীরা একত্র হলেও ২০২৪ সালে মোদি সরকারকে উৎখাত সম্ভব নয় বলে দাবি গেরুয়া বাহিনীর।

এ বিভাগের আরো খবর