বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিশ্বের বিখ্যাত ওয়েবসাইটে বিপর্যয়

  •    
  • ২৩ জুলাই, ২০২১ ০০:২১

ইউপিএস, এইচএসবিসি ব্যাংক, ব্রিটিশ এয়ারওয়েজ এবং দ্য প্লে স্টেশন মতো বিখ্যাত সাইটে ঢুকতে সমস্যার মুখে পড়েন অনেকে।   

বিশ্বের অনেক জনপ্রিয় ওয়েবসাইট অচল হয়ে পড়েছে বলে খবর পাওয়া গেছে। ব্যবহারকারীরা এসব সাইটে ঢোকার চেষ্টা করে ব্যর্থ হচ্ছেন।

বিবিসির খবরে বলা হয়েছে, ইউপিএস, এইচএসবিসি ব্যাংক, ব্রিটিশ এয়ারওয়েজ এবং দ্য প্লে স্টেশনের মতো বিখ্যাত সাইটগুলোতে ঢুকতে সমস্যার মুখে পড়ছেন অনেকে।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত সাড়ে নয়টা থেকে একের পর এক গুরুত্বপূর্ণ ওয়েবসাইট অচল হয়ে যায়। এগুলো খোলা যাচ্ছে না বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ করতে থাকেন বিশ্বের নানা প্রান্তের মানুষ।

আকামাই নেটওয়ার্কে গোলযোগের কারণে এমন বিপর্যয় দেখা গেছে বলে সিএনবিসির খবরে বলা হয়েছে।

এরপরই তাদের ওয়েবসাইটে এই আউটেজের কথা স্বীকার করে প্রতিষ্ঠানটি।

আকামাই কর্তৃপক্ষ জানিয়েছে, গোলযোগের কারণ শনাক্ত হয়েছে। দ্রুতই সমস্যার সমাধান করা হবে।

এর কিছু সময় পর আকামাই কর্তৃপক্ষ টুইটে জানায়, যে ত্রুটির কারণে সমস্যা দেখা দিয়েছিল, তা সমাধান করা হয়েছে। এটি কোনো সাইবার হামলা না বলেও টুইটে নিশ্চিত করা হয়েছে।

এ নিয়ে গত দুই মাসে এ ধরণের ঘটনা দুবার ঘটেছে।

ক্লাউড সেবার প্রতিষ্ঠান ফাস্টলি গত জুনে বিপর্যয়ে পড়লে, তাদের সেবাগ্রহিতা ওয়েবসাইটগুলো সাময়িক সময়ের জন্য অফলাইনে চলে যায়। এসব মধ্যে বেশ কিছু স্বনামধন্য আন্তর্জাতিক দৈনিকের পাশপাশি যুক্তরাজ্যের সরকারি ওয়েবসাইটও ছিল।

আকামাই কী?

আকামাই একটি কনটেন্ট ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক। এটি ইন্টারনেটে ডেটা স্থানান্তর হতে সাহায্য করে।

এ বিভাগের আরো খবর