ইরাকের রাজধানী বাগদাদে আত্মঘাতী বোমা হামলায় প্রাণ গেছে কমপক্ষে ৩৫ জনের। আহত হয়েছে ৬০ জনের বেশি মানুষ।
আহতদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক। ফলে প্রাণহানি আরও বাড়তে পারে বলে শঙ্কা জানিয়েছে পুলিশ।
পবিত্র ঈদুল আজহার একদিন আগে সোমবার সন্ধ্যায় বাগদাদের সাদার এলাকায় ব্যস্ত ওয়াহাইলাত বাজারে হয় এ হামলা। ঈদ সামনে রেখে উৎসবের ব্যাপক কেনাবেচা চলছিল সে সময়।
আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, ঘনবসতিপূর্ণ সাদারের কোনো বাজারে চলতি বছর তৃতীয় হামলা এটি।
বিস্ফোরণের পর মানুষের ছিন্নবিচ্ছিন্ন দেহাবশেষ পড়ে থাকতে দেখা যায় বাজারে। নিহতদের মধ্যে নারী, শিশুও আছে।
বিস্ফোরণের আগুনে পুড়ে গেছে বেশ কিছু দোকানপাট।
বিবৃতিতে ইরাকের সেনাবাহিনী জানিয়েছে, সন্ত্রাসী হামলাটিতে স্থানীয়ভাবে তৈরি বোমা ব্যবহার করা হয়েছে।
হামলার দায়স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আইএস। জানিয়েছে, তাদেরই এক সদস্য বিস্ফোরকভর্তি ভেস্ট পড়ে ভিড়ের মধ্যে গিয়ে বিস্ফোরণ ঘটিয়েছে।
২০১৭ সালে আন্তর্জাতিক জোটের অভিযানে ইরাকে আইএসের স্বঘোষিত খেলাফতের পতন ঘটলেও অঞ্চলটিতে এখনও সক্রিয় জঙ্গিগোষ্ঠীটি।
হামলার নিন্দা জানিয়েছেন ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সমবেদনা জানিয়েছেন শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি।
এর আগে চলতি বছরের এপ্রিলে সাদার এলাকাতেই আরেকটি বাজারে গাড়িবোমা হামলায় নিহত হয় চারজন।
জানুয়ারিতে বাগদাদের ব্যস্ত বাণিজ্যিক এলাকায় জোড়া আত্মঘাতী বোমায় নিহত হয় ৩০ জনের বেশি।