ভারতের উত্তর প্রদেশের দশম ও দ্বাদশ শ্রেণির পাঠ্যসূচি থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প বাদ দেয়া হয়েছে। আর অন্তর্ভুক্ত করা হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও যোগগুরু বাবা রামদেবের রচনা।
এ নিয়ে শুক্রবার পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু টুইটবার্তায় কটাক্ষ করে লেখেন, ‘এ কারণে পশ্চিমবঙ্গ বিজেপিকে প্রত্যাখ্যান করেছে।’
চলতি বছরের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে সরকার গঠনের স্বপ্ন পূরণ হয়নি বিজেপির।
বিপুল ভোটে জয়লাভ করে তৃতীয়বারের মতো রাজ্যে সরকার গঠন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস।
উত্তর প্রদেশের শিশুদের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা প্রকাশ করে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু টুইটে বলেন, ‘যদি রবিঠাকুরের বদলে যোগী বা রামদেব পাঠ্যসূচিতে আসতে পারেন, তাহলে বুঝতে হবে উত্তর প্রদেশের শিশুদের ভবিষ্যৎ অন্ধকার।’
মাধ্যমিক শিক্ষা পরিষদের দ্বাদশ শ্রেণির ইংরেজি পাঠক্রম থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘হোমকামিং’ (ছুটি) গল্পটি বাদ দেয়া হয়েছে।
এ ছাড়া বাদ পড়েছে ভারতের সাবেক রাষ্ট্রপতি আর কে নারায়ণের গল্প ‘অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে’ এবং মুলক রাজ আনন্দের ‘দ্য লস্ট চাইল্ড’।
দশম শ্রেণি থেকে বাদ পড়েছে শেলির কবিতা। সরোজিনী নাইডুর কবিতা ‘ভিলেজ সং’ও বাদ দেয়া হয়েছে।
দর্শনে বাবা রামদেব ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের রচনা অন্তর্ভুক্ত করা হয়েছে।
উত্তর প্রদেশের বোর্ড ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের পাঠক্রম অনুসরণ করতে পাঠ্যসূচিতে এ বদল এনেছে বলে জানা গেছে।
সরকারি নির্দেশিকা মেনে নতুন সিলেবাসে পড়বে শিক্ষার্থীরা, যা নিয়ে দেশজুড়ে বিতর্ক শুরু হলেও আদিত্যনাথের সরকার এ বিষয়ে মুখ খোলেনি।
কিছুদিন আগে যোগী সরকারের সুপারিশ অনুসারে চৌধুরী চরণ সিং বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের পাঠক্রমে রামদেবের ‘যোগ চিকিৎসা রহস্য' ও যোগীর ‘হঠযোগ স্বরূপ ও সাধনা’ অন্তর্ভুক্ত হয়।