বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এসটিএফের জালে জেএমবির লিংকম্যান

  •    
  • ১৫ জুলাই, ২০২১ ১৭:২০

বৃহস্পতিবার বারাসত থেকে রাহুল সেন ওরফে রাহুল কুমার ওরফে লালু নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে লালবাজারের এসটিএফ শাখা। আটক ব্যক্তি জঙ্গিদের লিংকম্যান হিসেবে কাজ করতো বলে পুলিশ সূত্রে জানা গেছে।

জেএমবি সদস্যদের দেয়া তথ্যে জঙ্গিদের এক লিংক ম্যানকে গ্রেপ্তার করেছে স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। হুন্ডি মারফত সে জেএমবি সদস্যদের অর্থের যোগান দিত বলে অভিযোগ রয়েছে।

বৃহস্পতিবার বারাসত থেকে রাহুল সেন ওরফে রাহুল কুমার ওরফে লালু নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে লালবাজারের এসটিএফ শাখা। আটক ব্যক্তি জঙ্গিদের লিংকম্যান হিসেবে কাজ করতো বলে পুলিশ সূত্রে জানা গেছে।

আটকদের কাছ থেকে দুটো ল্যাপটপ, একটি আইপ্যাড, দুটো মোবাইল এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে।

এসটিএফ জানায়, বাংলাদেশ থেকে এরাজ্যে আসা জঙ্গিদের টাকার যোগান দিতে রাহুল। এমনকি তারা কোথায় থাকবে, কোথায় আত্মগোপন করবে, নতুন পরিচয়পত্র তৈরি, সব দায়িত্ব সামাল দিতো লালু ওরফে রাহুল সেন।

সম্প্রতি কলকাতার হরিদেবপুর থেকে গ্রেপ্তার জেএমবি সদস্য নাজিউরদের একইভাবে সাহায্য করেছিল রাহুল। হুন্ডি মারফত বিদেশ থেকে আসা টাকা, তার মাধ্যমে পৌঁছে যেত রাজ্যের জেএমবি জঙ্গিদের হাতে।

পুলিশ তদন্ত করে দেখছে, রাহুল আদৌ ভারতীয় কিনা। তাই তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে তদন্তকারীরা। বৃহস্পতিবারই তাকে ব্যাঙ্কশাল কোর্টে তোলা হবে।

ভুয়া পরিচয় দেয়া জামাতুল মুজাহিদিনের স্লিপার সেলের তিন সদস্যকে আগেই হরিদেবপুর থেকে গ্রেপ্তার করেছে এসটিএফ। সেই সূত্রে গ্রেপ্তার রাহুল।

তারা ছদ্মবেশে মানুষের সঙ্গে মিশে গিয়ে রাজ্যে জঙ্গী কার্যকলাপে যুক্ত ছিল। পশ্চিমবঙ্গের অনেককেই তারা স্লিপার সেলের সদস্য করেছে বলে জানিয়েছে পুলিশ।

আটক নাজিউর আনসারুল্লাহর কাছ থেকে মিলেছে কিছু কোড। সেই কোড ডিকোড করে, এটি কোন নাশকতা বা সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনার সঙ্গে যুক্ত কিনা খতিয়ে দেখছে এসটিএফ। ‘হালাল অ্যান্ড ফ্রেশ’ নামে একটি কোড উদ্ধার হয়েছে। কোড ভাঙতে পারলে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য হাতে আসতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা।

এ বিভাগের আরো খবর