বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নিরস্ত্র ২২ আফগান কমান্ডোকে হত্যা করল তালেবান

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৪ জুলাই, ২০২১ ১৬:০৫

১৬ জুন ধারণ করা ভিডিওগুলোতে দেখা যায়, দওলাত আবাদের দখল নিয়ে তালেবান ও আফগান স্পেশাল ফোর্সেস ইউনিটের মধ্যে তুমুল লড়াই শেষে বেশ কিছু আফগান সেনার মরদেহ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে।

আফগানিস্তানের ফারিয়াব প্রদেশের দওলাত আবাদ এলাকায় তালেবান বাহিনী অন্তত ২২ জন নিরস্ত্র আফগান কমান্ডোকে হত্যা করেছে বলে জানিয়েছে সিএনএন।সংগ্রহকৃত কয়েকটি ভিডিওর ফুটেজ বিশ্লেষণ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা যাচাই করেছে সিএনএন।সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, ১৬ জুন ধারণ করা ভিডিওগুলোতে দেখা যায় দওলাত আবাদের দখল নিয়ে তালেবান ও আফগান স্পেশাল ফোর্সেস ইউনিটের মধ্যে তুমুল লড়াই শেষে বেশ কিছু আফগান সেনার মরদেহ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে।আরেক ভিডিওতে দেখা যায়, এক পথচারী পশতু ভাষায় তালেবান সদস্যদের অনুরোধ করছেন, ‘ওদেরকে গুলি করো না, গুলি করো না। আমি অনুরোধ করছি গুলি করো না। তোমরা পশতুন হয়ে কেন আফগানদের মারছো?’স্থানীয়দের বরাত দিয়ে সিএনএন জানায়, তালেবানের বিপক্ষে লড়াইয়ে আফগান বাহিনীর গোলাবারুদ শেষ হয়ে যায়। এরপর তালেবান সদস্যরা আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যদের ঘিরে ফেলে।একটি ভিডিওতে দেখা যায়, এক তালেবান যোদ্ধা আফগান সেনার গা থেকে যুদ্ধাস্ত্রগুলো খুলে ফেলেছে। রেড ক্রস ২২টি মরদেহ পাওয়ার কথা নিশ্চিত করেছে সিএনএনকে।আফগান সেনাদের সাহায্য করার দাবির পর তালেবানের এমন ভিডিও প্রকাশ পেল। তালেবানের দাবি ছিল তারা আগেরবারের মতো নেই এবং সরকারি বাহিনী সদস্যদের ক্ষেত্রে অনেকটাই সহনশীল। অনেককে তারা বাড়ি ফিরে যাওয়ার টাকাও দিয়েছে।ওই ঘটনার তিন দিন পর তালেবানের পক্ষ থেকে একটি ভিডিও ছাড়া হয় যেখানে দেখা যায় আটককৃত ট্রাক ও অস্ত্র।

ভিডিওতে তালেবানের পক্ষ থেকে দাবি করা হয়, ‘সিআইএর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ওয়াশিংটনের রক্ষীদের (যারা ফারিয়াবের দওলাত আবাদে তালেবানের পেছনে লেগে ছিল) তালেবান সদস্যরা জীবিত আটক করার পর নিরস্ত্র করে হ্যান্ডকাফ পরিয়েছে।’১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত কঠোর হাতে আফগানিস্তান শাসন করে তালেবান।যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার পর যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটোভুক্ত দেশগুলো ২০০১ সালে তালেবানকে দক্ষিণ এশিয়ার দেশটির ক্ষমতা থেকে সরায়।এরপর থেকে গত ২০ বছর ধরে পশ্চিমা দেশ-সমর্থিত আফগানিস্তান সরকারকে পতনের মাধ্যমে দেশটিতে ইসলামি শাসন প্রতিষ্ঠার লড়াই করছে তালেবান।সেপ্টেম্বরের মধ্যে পুরোপুরি প্রত্যাহারের লক্ষ্য নিয়ে মাসখানেক ধরে বিদেশি সেনা আফগানিস্তান ছাড়তে শুরু করেছে। এমন পরিস্থিতিতে আফগানিস্তানের বেশ কয়েকটি অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে তালেবান।

শুক্রবার তালেবান দাবি করে, দেশটির ৮৫ শতাংশ এলাকা তাদের দখলে চলে গেছে।

এ বিভাগের আরো খবর