করোনাভাইরাসে মৃত্যুর দিক থেকে বিশ্বের তৃতীয় শীর্ষ দেশ ভারতে মহামারির প্রথম ধাক্কার চেয়ে দ্বিতীয় ধাক্কা ছিল অনেক বেশি প্রাণঘাতী।
দেশটিতে প্রথম ধাক্কার তুলনায় দ্বিতীয়টিতে এক লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়, মহামারির দ্বিতীয় ধাক্কায় ভারতে প্রাণহানি আড়াই লাখ ছাড়িয়েছে। ১ মার্চ থেকে দ্বিতীয় ধাক্কা শুরু বলে ধরে নেয়া হলে তখন থেকে স্থানীয় সময় মঙ্গলবার রাত পর্যন্ত এ সংখ্যা ছিল দুই লাখ ৫৪ হাজার।
১ মার্চের আগ পর্যন্ত এক বছরে ভারতে করোনার প্রথম ধাক্কায় প্রাণহানি ছিল এক লাখ ৫৭ হাজার।
অর্থাৎ ভারতে মহামারির প্রথম ১২ মাসে যেখানে মৃত্যু ছিল দেড় লাখ, সেখানে গত সাড়ে চার মাসে মৃত্যু হয়েছে প্রায় ১ লাখ (৯৭ হাজার) মানুষের।
সব মিলিয়ে দেশটিতে করোনায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে কমপক্ষে চার লাখ সাড়ে ১১ হাজার মানুষের।
এর মধ্যে আবার অনেক রাজ্যই মৃতের সংখ্যার সংশোধিত তালিকা প্রকাশ করতে শুরু করেছে। অর্থাৎ আগে করোনায় যেসব মৃত্যু নথিভুক্ত হয়নি, সেসব নাম যোগ করে নতুন তালিকা প্রকাশ করা হচ্ছে। ফলে সম্প্রতি দৈনিক মৃত্যু কমলেও দীর্ঘ হচ্ছে মোট মৃত্যুর তালিকা।
মধ্য প্রদেশ সোমবারই এক হাজার ৪৮১টি পুরোনো মৃত্যুর ঘটনা নতুন করে তালিকায় যোগ করেছে।
গত ১০ দিনে ভারতে করোনায় মৃত্যু দেখানো হয়েছে প্রায় ১০ হাজার। এর মধ্যে সাড়ে তিন হাজারের বেশি মৃত্যু ছিল পুরোনো। তারও আগের ১০ দিনে দেখানো সাড়ে ১০ হাজার মৃত্যুর ২ হাজার ১০০ ছিল পুরোনো।
এদিকে ভারতে মঙ্গলবার নতুন করে ৪০ হাজারের বেশি মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে। যদিও এক দিন আগেই দেশটিতে ১১৮ দিনের মধ্যে সর্বনিম্ন সাড়ে ৩০ হাজার মানুষের দেহে করোনা শনাক্ত হয়।
গত ২৪ ঘণ্টায় করোনায় সোয়া ৬০০ মৃত্যু দেখেছে ভারত, যা এক দিন আগের তুলনায় প্রায় ২০০ বেশি।