বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গাইবান্ধার ছেলে ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

  •    
  • ১০ জুলাই, ২০২১ ২২:৫৬

নিশীথ প্রামাণিকের পৈতৃক বাড়ি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ভেলাকোপা গ্রামে। তার বাবার নাম বিধু ভূষণ প্রামাণিক।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কেন্দ্রীয় সরকারের মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত নিশীথ প্রামাণিক।

নিশীথ প্রামাণিকের পৈতৃক বাড়ি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ভেলাকোপা গ্রামে। তার বাবার নাম বিধু ভূষণ প্রামাণিক।

মাত্র ৩৫ বছর বয়সে সাংসদ নির্বাচিত হওয়ার পর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় নিশীথ প্রামাণিকসহ দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গ্রামবাসী ও তার পরিবার।

নিশীথের প্রতিমন্ত্রী হওয়ার খবরে আনন্দের বন্যা বইছে তার গ্রামের বাড়িতে। পরিবারে চলছে মিষ্টি বিতরণসহ আনন্দ-উল্লাস।

২০২১ সালে ভারতের বিধানসভার ভোটে এমএলএ নির্বাচিত হয়েছিলেন নিশীথ প্রামাণিক।

নিশীথের জ্যাঠা শ্রীদক্ষিণা রঞ্জন প্রামাণিক জানান, নিশীথের বাবা বিধু ভূষণ প্রামাণিক দেশভাগের আগে ভারতের কোচবিহারে পাড়ি জমান। এরপর সেখানে বিয়ে করে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। নিশীথ প্রামাণিক তাদের একমাত্র সন্তান। ১৯৮৬ সালে জন্মগ্রহণ করেন নিশীথ।

তিনি বলেন, ‘সাংসদ থেকে এবার মোদি সরকারের নবগঠিত মন্ত্রিসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছে নিশীথ। মাত্র ৩৫ বছরে তার এই অর্জনে আমরা খুশি।’

নিশীথের জ্যাঠা আরও বলেন, ‘২০১৮ সালে ঢাকায় এসেছিল নিশীথ। সে সময় ভেলাকোপায় বেড়াতে এসেছিল। ভারতে বাস করলেও নিশীথ আমাদের সন্তান। এটা আমাদের জন্য গৌরবের।

‘ভারতে লেখাপড়া শেষ করে প্রথম শিক্ষকতায় যোগ দেন নিশীথ। কিছুদিন পর তিনি শিক্ষকতা ছেড়ে রাজনীতিতে যোগ দেন। তার জনপ্রিয়তার কারণে প্রথমে তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলার যুব সেক্রেটারি নির্বাচিত হন নিশীথ। পরে যোগ দেন বিজেপিতে।’

জ্যাঠাতো ভাই সঞ্জিত কুমার প্রামাণিক বলেন, ‘ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার খারিজা বালাডাঙ্গা (ভেটাগুড়ি) গ্রামের বাসিন্দা আমার ভাই। তার এই সাফল্যে আমরা গর্বিত।’

তিনি বলেন, ভারতের কেন্দ্রীয় সরকারের সর্বকনিষ্ঠ সদস্য নিশীথ। গত ৭ জুলাই সন্ধ্যায় বিজেপির কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন নিশীথ প্রামাণিক।

প্রতিবেশী আনোয়ার হোসেন বলেন, ‘নিশীথ প্রামাণিক তার যোগ্যতা ও জনপ্রিয়তার মূল্যায়ন পেয়েছেন। অজপাড়া গ্রামের ছেলে নিশীথের এই অর্জন গ্রামের কেউ কল্পনাও করতে পারিনি।’

গাইবান্ধার জেলা পরিষদের সদস্য ও ভেলাকোপা গ্রামের বাসিন্দা মো. জরিদুল হক বলেন, ‘ছোটবেলা থেকেই নিশীথ মেধাবী। তার মেধা, মনন ও আত্মবিশ্বাস তাকে আজ এত দূর নিয়ে গেছে।’

এ বিভাগের আরো খবর