চীনের দক্ষিণাঞ্চলের যে একদল বুনো হাতি শ শ কিলোমিটার পথ অতিক্রম করে কুনমিং প্রদেশে গিয়েছে তাদের মধ্যে এক হাতি দলছুট হয়েছে।
এপির প্রতিবেদনে বলা হয়, যে হাতিটি দলছুট হয়েছে, তাকে দক্ষিণপশ্চিমাঞ্চলের শহরের পাশ থেকে তার আগের আবাসভূমিতে ফিরিয়ে আনা হয়েছে।
সেই পালে ১৫টি হাতি ছিল। এখন পালে হাতে রয়েছে ১৪টি। যাদের অবস্থান কুনমিং প্রদেশের রাজধানী শহরের কিছুটা দূরেই অবস্থান করছে।
গত এক বছরের বেশি সময় ধরে হাতির দলটি চীনের ইউনান প্রদেশ থেকে যাত্রা শুরু করে। ৫০০ কিলোমিটারের বেশি হেঁটে সেই দল পৌঁছায় কুনমিং প্রদেশে।
দেশটির সরকারের তরফ থেকে বলা হয়েছে, সেই দল থেকে প্রায় এক মাস আগে দলছুট হয় একটি পুরুষ হাতি। গত বুধবার তাকে ইউক্সি শহরের পাশ থেকে ধরে পথ পরিবর্তন করে সিসুয়াংবান্না সংরক্ষিত জাতীয় উদ্যানে পাঠানো হয়েছে। সেটা শহর থেকে ২৮০ কিলোমিটার দূরে।
- আরও পড়ুন: ক্লান্ত হাতিদের শান্তির ঘুম
১০ বছর বয়সী, ১ দশমিক ৮ টন ওজনের হাতিটি গত সোমবার থেকে জনবহুল এলাকায় চলে আসে। এরপর জনসাধারণের ক্ষতির আশঙ্কা করে তাকে সরিয়ে নেয়ার কথা বলে সরকার।
চাইনা ডেইলি রিপোর্ট সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, এমন অবস্থায় সরকার সিদ্ধান্ত নেয় হাতিটিকে সে অঞ্চল থেকে সরিয়ে নেয়ার। পরে ট্রাকে করে হাতিটিকে তার আগের আবাসস্থলে পাঠানো হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ইউনান প্রদেশের সরকার জানায়, হাতিটি সুস্থ আছে এবং কোনো ধরনের আহত হয়নি।
নিজেদের আবাসস্থল ছড়ার সময় দলটিতে ১৬টি হাতি ছিল। পরে দুটি হাতি আগের জায়গায় ফিরে যায়। যাত্রা পথেই আবার একটি হাতির বাচ্চার জন্ম হয়। শেষ পর্যন্ত দলটিতে ১৫ হাতি ছিল।
তবে এসব হাতি কেন তাদের নিজ আবাসস্থল ছেড়ে অভিবাসী হচ্ছে এর কোনো কারণ এখন পর্যন্ত জানতে পারেননি প্রাণিবিশারদরা। এমন ঘটনা খুব বিরল হিসেবেই বর্ণনা করেন তারা।
এমনকি এখন পর্যন্ত দলটির যাত্রা কোন উদ্দেশে তারও হদিস করতে পারেননি তারা।
হাতির দলটিকে তাদের যাত্রাপথে দেখভালের জন্য চীন সরকার নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা নিয়েছে। এ জন্য চার শতাধিক মানুষকে ভ্রাম্যমাণ হিসেবে তাদের আশপাশে থাকার জন্য নিয়োগ দিয়েছে।
হাতির গতিবিধি সার্বক্ষণিক নজরে রাখতে ও টেলিভিশনে সম্প্রচার করতে ২৪ ঘণ্টা ড্রোন ব্যবহার হচ্ছে।
জনবহুল কোনো শহরে যাতে পালটি ঢুকে না পড়তে পারে সে জন্য ট্রাকের ব্যারিকেড দিয়ে দিক পরিবর্তন করে দিচ্ছেন কর্মকর্তারা।
এমন কি কর্তৃপক্ষ হাতিদের এগোনোর সম্ভাব্য পথ থেকে বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে। সেই সঙ্গে হাতিদের এরই মধ্যে আড়াই শ টনের বেশি খাবার সরবরাহও করেছে।