ভারতের ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, ক্রিকেট কন্ট্রোল বোর্ডের বর্তমান প্রেসিডেন্ট ও বাঙালির ক্রিকেটের আবেগ সৌরভ গাঙ্গুলী। আজ তার ৪৯তম জন্মদিন।
বাঙালির সেই আবেগ ছুঁতে দাদার বাড়িতে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রতিবারই জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে ফুল-মিষ্টি পাঠান মুখ্যমন্ত্রী মমতা।
এবার সৌরভকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে তার বেহালার বাড়িতে গেলেন তিনি।
এ ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে।
রাত ১২টায় স্ত্রী ডোনা গাঙ্গুলী, মেয়ে সানা ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে জন্মদিনের কেক কাটেন সৌরভ।
দাদাকে একবার দেখার জন্য বৃহস্পতিবার সকাল থেকে তার বাড়ির সামনে ভক্তদের ভিড় জমতে থাকে।
দুপুর ১২টার দিকে বাড়ির বাইরে বেরিয়ে অনুরাগীদের সঙ্গে দেখা করে কথা বলেন সৌরভ।
ওই সময় সাংবাদিকদের সৌরভ বলেন, 'আরও একটা বছর পার করলাম। এখন আমি পুরোপুরি ফিট। খুব ভালো আছি।
‘কোভিড এখনও ঠিক হয়নি। আমি সাবধানে আছি। সবাইকে সাবধানে থাকতে হবে।’
কিছুদিন আগে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন সৌরভ।
দাদাকে নিয়ে বাঙালির আবেগের উত্তেজনা ছুঁয়ে যায় ভারতীয় ক্রিকেটের অন্য তারকাদের।
শচীন টেন্ডুলকার বাংলায় টুইট করে লেখেন, 'আমার প্রিয় দাদা, শুভ জন্মদিন। একটি স্বাস্থ্যকর ও সুখী বছর কামনা করি।’
বীরেন্দ্র শেবাগ লিখেছেন, ‘দাদার মতো ভাবনা, দাদার মতো তারকা খুব কম আছে। ভালো থেকো, সুস্থ থেকো, দাদা।’
হরভজন সিং লেখেন, ‘শুভ জন্মদিন, আমার অধিনায়ক। সব সময় ভালোবাসি।’
এদিন বেহালার বীরেন রায় রোডের বাড়িতে দফায় দফায় সৌরভের জন্মদিনের কেক কাটা হয়।
এবারের জন্মদিনে সৌরভের বাড়িতে মুখ্যমন্ত্রী মমতার সশরীরে উপস্থিতি অন্যমাত্রা পায়।
সৌরভের বাড়িতে প্রায় ৪৫ মিনিট থাকেন মমতা। সৌরভের স্ত্রী ডোনা মুখ্যমন্ত্রী মমতাকে একটি সিল্কের শাড়ি উপহার দেন।