বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নাসায় প্রথম আরব নারী মাতরুশি

  •    
  • ৮ জুলাই, ২০২১ ১৭:৩৬

২৮ বছর বয়সী মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মাতরুশি বলেন, “আমার মায়ের দিকের আত্মীয়দের কয়েকজন নাবিক। তারা সাগর অভিযান করেছেন। গ্রিক ভাষায় ‘নভোচারী’ শব্দের অর্থ ‘নক্ষত্রের নাবিক’।”

সংযুক্ত আরব আমিরাতের নোরা আল-মাতরুশি প্রথম আরব নারী, যিনি নভোচারী হওয়ার স্বপ্ন নিয়ে নাসায় প্রশিক্ষণ নিতে যাচ্ছেন।

বার্তা সংস্থা এএফপির বৃহস্পতিবারের প্রতিবেদনে বলা হয়, হাজার হাজার আবেদনকারীর মধ্য থেকে আমিরাতের দুজনকে বেছে নেয় নাসা। তাদের মধ্যে মাতরুশি একজন।

স্কুলে থাকতেই গ্রহ-নক্ষত্র নিয়ে আগ্রহ জন্মায় মাতরুশির মধ্যে। শুরু করেন পড়াশোনা। ধীরে ধীরে মহাকাশ অভিযানের স্বপ্ন তার মধ্যে দানা বাঁধে। আশা, একদিন মহাকাশে পা রাখবেন তিনি।

২৮ বছর বয়সী মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মাতরুশি বলেন, “আমার মায়ের দিকের আত্মীয়দের কয়েকজন নাবিক। তারা সাগর অভিযান করেছেন। গ্রিক ভাষায় ‘নভোচারী’ শব্দের অর্থ ‘নক্ষত্রের নাবিক’।”

মাতরুশি ও তার দেশের আরেক স্বপ্নবাজ ৩৩ বছর বয়সী তরুণ মোহাম্মদ আল-মোল্লা এ বছরের শেষের দিকে নাসার জনসন স্পেস স্টেশনে প্রশিক্ষণ নিতে যাবেন।

মহাকাশে যাত্রা করা আমিরাতের দুই নভোচারী সুলতান আল-নেয়াদি ও হাজ্জা আল-মানসুরির কাছ থেকে এ মুহূর্তে প্রশিক্ষণ নিচ্ছেন মাতরুশি ও মোল্লা।

মহাকাশ অভিযানের দুনিয়ায় খুব বেশি দিন আগে নাম লেখায়নি আমিরাত। তবে এরই মধ্যে দেশটি উল্লেখযোগ্য অবস্থানে পৌঁছেছে।

২০১৯ সালের সেপ্টেম্বরে মহাকাশে নিজেদের প্রথম নভোচারী হাজ্জা আল-মানসুরিকে পাঠায় অমিরাত।

আট দিনের ওই অভিযানে সয়ুজ এমএস-১৫ মহাকাশযানে চড়ে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছান মানসুরি।

গত বছরের সেপ্টেম্বরে আমিরাত জানায়, ২০২৪ সালের মধ্যে চাঁদে মনুষ্যবিহীন রোভার পাঠানোর পরিকল্পনা করছে দেশটি।

এটি হলে আরব বিশ্বের মধ্যে আমিরাতই প্রথম পৃথিবীর স্যাটেলাইট চাঁদে ভ্রমণ করবে।

এ বিভাগের আরো খবর