ইরাকের রাজধানী বাগদাদে যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছে একটি সশস্ত্র ড্রোন ভূপাতিত করেছে আমেরিকান সেনারা।
বাগদাদের আকাশে স্থানীয় সময় সোমবার রাতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা থেকে কয়েকটি রকেট ছোঁড়া হয়। সে সময় বিস্ফোরকভর্তি একটি ড্রোন বিস্ফোরণ হয় বলে জানিয়েছে ইরাকের নিরাপত্তা বাহিনী।
বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে ফ্রান্স টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদনে বলা হয়, এ ঘটনার কয়েক ঘণ্টা আগে ইরাকের পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের সেনাদের একটি আবাসিক এলাকায় রকেট হামলা হয়।
ইরাকের আইন আল-আসাদ বিমানঘাঁটিতে ছোঁড়া হয় তিনটি রকেট। এতে কেউ হতাহত হয়নি। ঘাঁটিটি ইরাকি সেনাদের হলেও সেখানে যুক্তরাষ্ট্রের সেনাদের থাকার ব্যবস্থা রয়েছে।
কারা এ হামলা চালিয়েছে, তা জানা যায়নি।
চলতি বছর এখন পর্যন্ত ইরাকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে কমপক্ষে ৪৭টি হামলা হয়েছে, যার ছয়টি ছিল সশস্ত্র ড্রোনের মাধ্যমে।
এসব স্থাপনায় রয়েছে যুক্তরাষ্ট্রের আড়াই হাজার সেনা। জঙ্গি গোষ্ঠী আইএসের বিরুদ্ধে অভিযান চালানো আন্তর্জাতিক জোটের অংশ তারা।
এপ্রিলে ইরাকের কুর্দি অধ্যুষিত অঞ্চলের রাজধানী ইরবিলে একটি বিমানবন্দরের সামরিক অংশে সশস্ত্র ড্রোন হামলা হয়। ইরাকে আন্তর্জাতিক জোটের অন্যতম প্রধান কার্যালয় সেটি।
মে মাসে আইন আল-আসাদ বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সেনাদের আবাসন লক্ষ্য করে একটি সশস্ত্র ড্রোন হামলা হয়।
৯ জুন বাগদাদ বিমানবন্দরে (যেখানে যুক্তরাষ্ট্রের সেনা মোতায়েন আছে) তিনটি বিস্ফোরকভর্তি ড্রোন হামলা হয়। এর একটিকে ধ্বংস করে দিতে পেরেছিল ইরাকি সেনারা।
এসব ঘটনায় উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র হামলার তথ্য দিতে পারলে ৩০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছে।