আগস্টে নতুন শিক্ষাবর্ষ শুরুর আগে ৫০ লাখ শিক্ষার্থীকে করোনাভাইরাস প্রতিরোধী টিকা দেয়ার উদ্যোগ নিয়েছে সৌদি আরব।
দেশটির স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয় যৌথভাবে রোববার এ পরিকল্পনার কথা জানিয়েছে।
আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, আগস্টের শেষের দিকে সৌদি আরবে নতুন শিক্ষাবর্ষ শুরু হচ্ছে। তার আগেই জুলাই মাসজুড়ে দেশটির ৫০ লাখ শিক্ষার্থীকে করোনা টিকার আওতায় আনা হবে।
সৌদি আরবে করোনায় সংক্রমণের হার সম্প্রতি বাড়তে শুরু করেছে।
অবশ্য দেশটিতে আইসিইউতে ভর্তি হওয়া রোগীর সংখ্যা আগের চেয়ে কমতির দিকে। আর করোনায় আক্রান্তের পর সুস্থ হওয়ার ঘটনাও আগের চেয়ে বেড়েছে।
সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, শনিবার দেশটিতে ১ হাজার ১৪৮ জনের দেহে করোনা শনাক্ত হয়। এর মধ্য দিয়ে সৌদিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪ লাখ ৯১ হাজার ৬১২ জনে।
সৌদি আরবের ১২ থেকে ১৮ বছর বয়সী শিশুরা করোনা টিকার জন্য নিবন্ধন অব্যাহত রেখেছে।
এ ছাড়া দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ মুহূর্তে বিশ্বব্যাপী দাপিয়ে বেড়ানো করোনার অতি সংক্রামক ডেল্টা ধরন থেকে শিশুদের সুরক্ষায় তাদের টিকা দিতে অভিভাবকদের উৎসাহ জুগিয়ে যাচ্ছে।
গবেষণায় দেখা গেছে, করোনার ডেল্টা ধরনে সবচেয়ে ঝুঁকির মধ্যে রয়েছে শিশুরা।
ভারতে প্রথম শনাক্ত হওয়া করোনার ডেল্টা ধরন এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রামক ধরন হিসেবে দেখা দিয়েছে। যারা টিকা নেননি, তাদের ধরনটি গুরুতর অসুস্থ করার ক্ষমতা রাখে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করে জানিয়েছে, এখন পর্যন্ত ৯৮টি দেশে আঘাত হেনেছে করোনার ডেল্টা ধরন। এটির আরও মিউটেশন হতে পারে।